ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের আইপিও অনুমোদন

প্রকাশিত: ২১:২১, ২৭ আগস্ট ২০২০

ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের আইপিও অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে আসছে প্রকৌশল খাতের কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটি নির্ধারিত মূল্য পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে আসবে। বুধবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কোম্পানিটির আইপিও প্রস্তাব অনুমোদন করেছে। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। এআইবিএল ক্যাপিটালের গ্রাহককে জরিমানা অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিস লিমিটেডের গ্রাহককে শেয়ার ক্রয় বিক্রয়ে সিরিজ ট্রানজেকশন করলেও মালিকানা পরিবর্তন না করায় ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার কমিশনের ৭৩৭তম কমিশন সভায় এ নির্দেশ দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
×