ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দ্য গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্টের ১ কোটি ৭৫ লাখ টাকা ভ্যাট ফাঁকি

প্রকাশিত: ২১:২১, ২৭ আগস্ট ২০২০

দ্য গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্টের ১ কোটি ৭৫ লাখ টাকা ভ্যাট ফাঁকি

স্টাফ রিপোর্টার ॥ ভ্যাট ফাঁকির অভিযোগে দ্য গ্রিন লাউঞ্জে অভিযান চালিয়েছে ভ্যাট গোয়েন্দারা। প্রকৃত বিক্রয় তথ্য গোপন রেখে বিপুল ভ্যাট ফাঁকি দেয়ায় গতকাল বুধবার ভ্যাট গোয়েন্দার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর অভিজাত রেস্টুরেন্ট দ্য গ্রিন লাউঞ্জে অভিযান চালিয়ে ব্যাপক ভ্যাট ফাঁকি উদ্ঘাটন করেছে। ভ্যাট গোয়েন্দার দল দেখতে পায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ মে ২০১৮ থেকে মার্চ ২০২০ পর্যন্ত ২৩ মাসে মোট বিক্রয়ের পরিমাণ দেখান ১,৯৫,৯৬,২৯৪ টাকা। এই বিক্রয়ের ওপর তারা ২৩ মাসে ভ্যাট জমা দেন মাত্র ২৫,৫৬,০৩৮ টাকা। তাদের রিটার্ন অনুযায়ী ঘোষিত মাসিক বিক্রির পরিমাণ মাত্র ৮,৫২,৯১৩ টাকা এবং ভ্যাট ১,১১,১৩২ টাকা। প্রাথমিক অনুসন্ধানে স্থানীয় ভ্যাট অফিসে তাদের দাখিলকৃত মাসিক রিটার্নে এই বিক্রয় তথ্য সন্দেহজনক হওয়ায় এবং একটি অভিযোগের সূত্রে অভিযানটি পরিচালিত হয়। উদ্ধারকৃত কাগজপত্র অনুসারে ২৩ মাসের বিক্রয় হয়েছিল ১৫,৩৮,৭৫,৯২২ টাকা। ভ্যাট হিসাব অনুসারে প্রতিষ্ঠানটি মোট ফাঁকি দিয়েছে ১ কোটি ৭৫ লাখ। তারা এই ভ্যাট কাস্টমারের কাছ থেকে বিলের বিপরীতে কেটে রেখেছিলেন। কিন্তু তিনি তা আইন অনুযায়ী সরকারী কোষাগার জমা দেননি।
×