ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেয়ারবাজারে সূচকের মাঝারি উত্থান

প্রকাশিত: ২১:১৯, ২৭ আগস্ট ২০২০

শেয়ারবাজারে সূচকের মাঝারি উত্থান

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভাল-মন্দ সব কোম্পানির দরবৃদ্ধিতে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের শেয়ারবাজারে মাঝারি ধরনের সূচকের উত্থান হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার সঙ্গে বেড়েছে সবক’টি সূচক। তবে দরবৃদ্ধিতে এগিয়ে ছিল স্বল্পমূলধনী কোম্পানিগুলো। এছাড়া গত দিনের দরপতনে থাকা কোম্পানিগুলোরও দিনটিতে বেড়েছে। একইসঙ্গে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচক ও লেনদেন উভয় বেড়েছে। ডিএসইতে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম সকাল থেকেই বেড়েছিল। একবারের জন্য ডিএসইর সূচক দিনটিতে কমেনি। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮২৭ পয়েন্টে উঠে এসেছে। বাজার বিশ্লেষকদের মতে, গত দুদিনে শেয়ারবাজারে বীমা খাতের কোম্পানিগুলোর দর সংশোধন বেশি হয়েছিল। বুধবারে বীমা খাতের মাত্র একটি ছাড়া সবক’টির দরই বেড়েছে। তবে বিপরীত চিত্র দেখা গেছে, তালিকাভুক্ত ব্যাংকগুলোর, এই খাতটির প্রায় সবক’টিরই দর কমেছে। অন্যদিকে খাদ্য ও প্রকৌশল খাতের বেশিরভাগ কোম্পানির দর বেড়েছে। প্রধান সূচকের পাশাপাশি বড় উত্থান হয়েছে ডিএসইর অপর দুই সূচকের। এর মধ্যে ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৬ পয়েন্টে অবস্থান করছে। মূল্য সূচকের বড় উত্থান হলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৭৮৩ কোটি ৭০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৭৮৬ কোটি ১ লাখ টাকা। সেই হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ২ কোটি ৩১ লাখ টাকা। ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর। কোম্পানিটির ৫৪ কোটি ২০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ৯৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৪৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১১২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৩টির এবং ৫২টির দাম অপরিবর্তিত রয়েছে।
×