ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাংবাদিক পান্নার বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি

প্রকাশিত: ২১:১৬, ২৭ আগস্ট ২০২০

সাংবাদিক পান্নার বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার তৌহিদ আক্তার পান্নার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার এক সভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মঙ্গলবার রাতে এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য দেন জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের চেয়ারম্যান এ্যাডভোকেট আখতারুজ্জামান মুক্তা। উপদেষ্টা এ্যাডভোকেট মনোয়ার হোসেন স্বপন, সমন্বয়ক এ্যাডভোকেট হেদায়েত উল হক। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নার সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাংবাদিক হেদায়েত উল হক, এস এ এম সুমন, বিপুল জোয়ারদার, এএ আজাদ হান্নান, মজিবুর রহমান প্রমুখ। বক্তারা পান্নার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। সৈয়দ নজরুল ইসলামের ম্যুরাল উন্মোচন নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৬ আগস্ট ॥ জেলার কৃতী সন্তান মুক্তিযুদ্ধকালীন সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের ম্যুরাল উন্মোচন করা হয়েছে। শহরের কালীবাড়ি-আখড়াবাজার সড়কের পশ্চিমপাশে নরসুন্দা নদীর তীর ঘেঁষে সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ম্যুরালটি নির্মাণ করা হয়। বুধবার দুপুরে এটি উন্মোচন করেন সৈয়দ নজরুলের কন্যা কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাঃ জাকিয়া নূর লিপি। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট জিল্লুর রহমান, কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান, জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট সানোয়ার হোসেন রুবেল ও সাজ্জাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
×