ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাউফলে স্থাপনের সময়ই ভেঙ্গে যাচ্ছে পাইল

প্রকাশিত: ২১:১৪, ২৭ আগস্ট ২০২০

বাউফলে স্থাপনের সময়ই ভেঙ্গে যাচ্ছে পাইল

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৬ আগস্ট ॥ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণ কাজে নিম্নমানের প্রি-কাস্ট পাইল স্থাপন করা হচ্ছে। বুধবার পর্যন্ত ১৭টি পাইল স্থাপন করা হয়েছে। মোট ৫৭টি পাইল স্থাপন করা হবে। নিম্নমানের সামগ্রী দিয়ে প্রি-কাস্ট পাইল স্থাপন করায় ইতোমধ্যে বেশ কয়েকটি পাইল ভেঙ্গে গেছে। জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় ২০১৮-১৯ অর্থবছরে বাউফল থানার সামনে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৮শ’ ৩৬ টাকা ৫৫ পয়সা ব্যয়ে ৫তলা ফাউন্ডেশন বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণ কাজ করা হচ্ছে। এক সঙ্গে কমপ্লেক্সটির তিনতলা পর্যন্ত নির্মাণ করা হবে। গিয়াস উদ্দিন নামের পটুয়াখালীর আরামবাগ এলাকার একটি ঠিকাদার প্রতিষ্ঠান কমপ্লেক্সটির নির্মাণ কাজ করছেন। চুক্তি অনুযায়ী ২৯ সেপ্টেম্বর ২০১৯ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু এবং ২৮ সেপ্টেম্বর ২০২০ নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও তা করা হয়নি। চলতি বছর মার্চ মাসে কমপ্লেক্সটির নির্মাণ কাজ শুরু করা হয়। অভিযোগ রয়েছে, কমপ্লেক্সের প্রি-কাস্ট পাইল নির্মাণ করা হয়েছে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে। এর ফলে মাটির ভেতর পাইল স্থাপনের সময় অনেক পাইল ভেঙ্গে গেছে। ভেঙ্গে যাওয়া পাইলগুলো অপসারণ না করেই স্থাপন করা হয়েছে। পাইলের বিভিন্ন অংশ ভেঙ্গে রড বেরিয়ে গেছে। এ পর্যন্ত ১৭টি পাইল স্থাপন করা হয়েছে। মোট ৫৭টি পাইল স্থাপন করা হবে। এভাবে নিম্নমানের পাইল স্থাপন করায় কমপ্লেক্স ভবনটির ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অনিয়ম প্রসঙ্গে বাউফল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়ার ভাইস চেয়ারম্যান শামসুল আলম মিয়া বলেন, পাইল স্থাপনে অনিয়মের বিষয়টি জানতে পেরে আমি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছি। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব বলে জানিয়েছেন। নির্মাণ কাজের তদারকী কর্মকর্তা ও উপ-সহকারী প্রকৌশলী আলী আব্বাস অনিয়মের বিষয়টি অস্বীকার করে বলেন,‘ ডাবল পাইল স্থাপন করতে গিয়ে হ্যামারিংয়ের সময় ফেটে যেতে পারে। উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত কমান্ডার জাকির হোসেন বলেন, বিষয়টি আমি অবহিত হয়েছি। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণ কাজে কোন অনিয়ম সহ্য করা হবে না।
×