ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জামালপুরে মা-ছেলে পরকীয়ার বলি

প্রকাশিত: ২১:১২, ২৭ আগস্ট ২০২০

জামালপুরে মা-ছেলে পরকীয়ার বলি

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৬ আগস্ট ॥ পরকীয়ার জের ধরে মাদারগঞ্জ উপজেলায় বুধবার ভোরে হারুন অর রশিদ পলাশ নামের এক ব্যবসায়ী তার স্ত্রী ও তিন বছরের ছেলেসন্তানকে শ^াসরোধে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘাতক স্বামী হারুন ও তার কথিত প্রেমিকা নূরহাজানকে আটক করেছে পুলিশ। উপজেলার গুনারিতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। মা-ছেলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। জানা গেছে, মাদারগঞ্জের গুনারিতলা ইউনিয়নের চরগোপালপুর গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে হারুন অর রশিদ পলাশ বিদেশ থেকে এসে মাদারগঞ্জ থানা মোড়ে স-মিল স্থাপন করে কাঠের ব্যবসা শুরু করে। সম্প্রতি স-মিলের ব্যবসা বাদ দিয়ে বাড়িতে মুরগির খামার দেয় সে। ওই স-মিলের ব্যবসা করার সময়ই হারুন স-মিলের কাছেই নূরজাহান নামের এক নারীর পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে স্ত্রী মুসলিমার সঙ্গে তার কলহের জের ধরে বুধবার ভোর চারটার দিকে হারুন তার স্ত্রী মুসলিমা ও তিন বছরের ছেলে তাওহিদকে শ^াসরোধে হত্যা করে। খবর পেয়ে মাদারগঞ্জ থানা পুলিশ বুধবার সকালে ওই বাড়ি থেকে ঘাতক স্বামী হারুনকে আটক এবং নিহত মা-ছেলের মরদেহ উদ্ধার করে। পরে ঘাতক হারুনের কথিত প্রেমিকা নূরজাহানকে আটক করে পুলিশ। বগুড়ায় ঠিকাদার স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, মঙ্গলবার রাতে শাজাহানপুর উপজেলায় মোঃ নাহিদ(২৫) নামে এক ঠিকাদার খুন হয়েছে। ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। তার বাড়ি একই উপজেলার ফুলতলায়। পুলিশ জানায়, পল্লী বিদ্যুত সমিতির উপঠিকাদার নাহিদের সঙ্গে টাকা নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে সে খুন হয়। পুলিশ সূত্র জানায়, রাত ৯টার দিকে তাকে শাকপালা গোরস্তান এলাকায় ডেকে নেয়া হয়। সেখানে ৭/৮ সন্ত্রাসী তাকে ধারল অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জে নির্মাণ শ্রমিক নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, শহরে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীর ছুরিকাঘাতে জাহাঙ্গীর মিয়া (৩০) নামে এক নির্মাণ শ্রমিক খুন হয়েছেন। ঘাতক যুবককে আটক করেছে পুলিশ। জানা গেছে, এর আগে রাত প্রায় ৮টায় জেলা শহরের অনন্তপুরে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর এলাকার আব্দুল মন্নাফের ছেলে। আটক ব্যক্তির নাম সুমন মিয়া (১৮)। তারা একে অন্যের প্রতিবেশী। তিনি জানান, জাহাঙ্গীর ও সুমন দু’জনই নির্মাণ শ্রমিক। পাওনা টাকা নিয়ে তাদের মাঝে বিরোধ ছিল। এর জের ধরে ঝগড়ার এক পর্যায়ে জাহাঙ্গীরের পেটে ছুরিকাঘাত করেন সুমন। সরাইলে বৃদ্ধার লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, সরাইলের জয়ধরকান্দিতে নিখোঁজের ৫ দিন পর ফুল বানু (৮১) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। সে জয়ধরকান্দি গ্রামের প্রয়াত আলাবক্সের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী জানায়, ওই বৃদ্ধা শনিবার সকাল থেকে নিখোঁজ ছিল। বুধবার সকালে স্থানীয় লোকজন গ্রামের উত্তর দিকের পূর্ব পাশের হাওড়ের পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখে চৌকিদারের মাধ্যমে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে। আত্রাইয়ে যুবক নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, আত্রাইয়ে বিল থেকে সোহেল রানা (২০) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের উত্তরবিল দরগাপাড়া বিল থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। নিহত সোহেল রানা সদর থানার উরুবাড়া মহিপুর গ্রামের জাকারিয়ার ছেলে। জানা যায়, সোহেল রানা নওগাঁর মান্দা থানার তুরুকবাড়িয়া গ্রামে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে মঙ্গলবার নদীতে গোসল করার সময় নিখোঁজ হয়। তার আত্মীয়স্বজন অনেক খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার সন্ধান পায়নি। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আত্রাই উপজেলার উত্তরবিল দরগাপাড়া বিলের পানিতে ভাসমান দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
×