ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাখাইনে সেফ জোন তৈরির আহ্বান পররাষ্ট্র সচিবের

প্রকাশিত: ০১:১৮, ২৬ আগস্ট ২০২০

রাখাইনে সেফ জোন তৈরির আহ্বান পররাষ্ট্র সচিবের

জনকণ্ঠ ডেস্ক ॥ রোহিঙ্গা প্রত্যাবাসন সফল করার জন্য রাখাইনে একটি সেফ জোন তৈরি করার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারকে চাপ দেয়ার আহ্বান জানান তিনি। দুদিনব্যাপী কানেক্টিং রোহিঙ্গা ডায়সপোরা অনুষ্ঠানে মঙ্গলবার তিনি এ আহ্বান জানান। খবর ওয়েবসাইটের। সেন্টার ফর জেনোসাইড, ঢাকা বিশ্ববিদ্যালয়, এ্যাকশন এইড ও সেন্টার ফর জাস্টিস এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব ছাড়াও গাম্বিয়ার আইনমন্ত্রী চেরনো মারানেহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, সেন্টার ফর জাস্টিসের নির্বাহী পরিচালক মঞ্জুর হাসান, এ্যাকশন এইড বাংলাদেশ প্রধান ফারাহ কবিরসহ অনেকে বক্তব্য রাখেন। পররাষ্ট্র সচিব বলেন, প্রত্যাবাসনে বাংলাদেশের সদিচ্ছা থাকলেও মিয়ানমারের অনীহার কারণে রাখাইনে সহায়ক পরিবেশ তৈরি করা হচ্ছে না। ফলে রোহিঙ্গারা ফেরত যেতে ভয় পাচ্ছে। রোহিঙ্গারা নিরাপদে থাকবে এমন অঞ্চল রাখাইনে প্রতিষ্ঠা করার ওপর জোর দিয়ে তিনি বলেন, এটি বেসামরিক লোকেরা পর্যবেক্ষণ করবে এবং এজন্য আন্তর্জাতিক সম্প্রদায় যেন মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করে।
×