ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অপ্রদর্শিত অর্থ সম্পর্কে প্রশ্ন করা উচিত নয় ॥ এনবিআর চেয়ারম্যান

প্রকাশিত: ২২:৫৩, ২৬ আগস্ট ২০২০

অপ্রদর্শিত অর্থ সম্পর্কে প্রশ্ন করা উচিত নয় ॥ এনবিআর চেয়ারম্যান

অর্থনৈতিক রিপোর্টার ॥ অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগের ক্ষেত্রে কোন প্রতিষ্ঠানের প্রশ্ন করা উচিত নয় বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম। তিনি বলেন, সরকার আইন করে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ করে দিয়েছে। দেশের পুঁজিবাজারে এর একটি ইতিবাচক প্রভাব পড়ার কারণে মার্কেটে ক্যাশ ফ্লো বেড়েছে। তবে আয়কর রিটার্নের ক্ষেত্রে তেমন সাড়া পড়েনি। রিটার্ন আসলে বুঝা যাবে কী পরিমাণ অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ হয়েছে। প্রসঙ্গত, চলতি ২০২০-২১ অর্থবছরের নতুন বাজেটে শেয়ারবাজারে কালো টাকা বিনিয়োগে সাদা করার সুযোগ দেয়া হয়েছে। এর শর্ত কিছুটা শিথিল করা হয়েছে। এছাড়া আগের নিয়ম অনুযায়ী আবাসন খাতেও অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে।
×