ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩ মিনিটে লাখ টাকা চুরি!

প্রকাশিত: ২২:৫২, ২৬ আগস্ট ২০২০

৩ মিনিটে লাখ টাকা চুরি!

সিনেমার পর্দায় যাদের সবাই সমীহ করে চলে, সেই নিনজাদের ইতিহাস নিয়ে তৈরি জাদুঘরে চুরি হয়ে গেল বাংলাদেশী মুদ্রায় কয়েক লাখ টাকা। তবে এই পরিমাণ টাকা এত দ্রুত কিভাবে চুরি হলো সেটাই আশ্চর্যের বিষয়। নিরাপত্তা কর্মীরা টের পাওয়ার আগেই মাত্র কয়েক মিনিটের মধ্যে হাত সাফাই করে পালিয়ে যায় চোরের দল। জাপানের বিখ্যাত ইগা-রিউ জাদুঘরে সে দেশের নিনজা যোদ্ধাদের ইতিহাস সংরক্ষিত আছে। সেখানেই সম্প্রতি চুরির ঘটনাটি ঘটেছে। প্রায় সাত লাখ টাকা চুরি গেছে একটি ভল্ট থেকে। আর সেই চুরি হয়েছে মাত্র তিন মিনিটে। হ্যাঁ, মাত্র তিন মিনিটেই টাকা নিয়ে উধাও হয়ে যায় চোরেরা। জাদুঘরে প্রবেশ মূল্য হিসেবে যে টাকা নেয়া হয়, সেটাই রাখা ছিল একটি ভল্টে। ভল্টটির ওজন প্রায় ১৫০ কেজি। নজরদারি ক্যামেরায় চুরির কিছুটা অংশ ধরা পড়ে। সেখানে দেখা গেছে, রাতের বেলা জাদুঘরের কাছে এসে দাঁড়ায় একটি গাড়ি। এক ব্যক্তি গাড়ি থেকে নেমে, নজরদারি ক্যামেরাটি ঘুরিয়ে দেয়, যাতে তাদের মুখ না দেখা যায়। এরপর তারা জাদুঘরে ঢুকে ভল্ট তুলে নিয়ে পালায়। গোটা ঘটনাটি ঘটে মাত্র তিন মিনিটে।-ওয়েবসাইটের।
×