ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের জবাবদিহিতার প্রচেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাজ্য

প্রকাশিত: ২২:৫১, ২৬ আগস্ট ২০২০

মিয়ানমারের জবাবদিহিতার প্রচেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাজ্য

জনকণ্ঠ ডেস্ক ॥ রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত অপরাধে মিয়ানমারের জবাবদিহিতার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার বাংলাদেশে রোহিঙ্গা ঢলের তিন বছর পূর্তিতে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর বাংলানিউজের। ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন থেকে দেয়া বিবৃতিতে উল্লেখ কর হয়, গত তিন বছরে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের জনগণ ও সরকারের অসাধারণ উদারতার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত অপরাধে মিয়ানমারের জবাবদিহিতার জন্য আমরা প্রচেষ্টা অব্যাহত রাখব। একই সঙ্গে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদে, স্বেচ্ছায় ও মর্যাদাবান প্রত্যাবর্তনের জন্য জোর দেব। এই প্রতিকূলতার মধ্যেও রোহিঙ্গা জনগণ তাদের অসীম সাহস নিয়ে টিকে আছেন। যুক্তরাজ্য ২০১৭ সাল থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তা দিয়ে আসছে। রোহিঙ্গাদের জন্য গত তিন বছরে ২৫৬ মিলিয়ন পাউন্ড সহায়তা দিয়েছে যুক্তরাজ্য। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া শুরু করেন রোহিঙ্গারা। এরপর গত তিন বছরে ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
×