ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনাকাল

প্রকাশিত: ২২:৫১, ২৬ আগস্ট ২০২০

করোনাকাল

* করোনা কালে কত রকম ওষুধ, স্যানিটাইজার, কত রকম ভিটামিন ব্যবহার করছে মানুষ। * অধিকাংশ সময় অতিরঞ্জিত হচ্ছে। * কিন্তু মনে রাখতে হবে, এসব ভিটামিন, এসব স্যানিটাইজার অতি ব্যবহারে ক্ষতিকর হতে পারে। * মূল জীবন চর্চা থেকে সরে যাওয়া চলবে না। * সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিদিন ৩০ মিনিট হাঁটার অভ্যাস বা ৩০ মিনিট ব্যায়াম অব্যাহত রাখুন। * খাওয়া ও যথাসময়ে ঘুমানোর অভ্যাস ঠিক রাখুন। * স্বাভাবিক খাদ্যতালিকা ঠিক রাখুন। ফলমূল শাকসবজি মিলিয়ে প্রতিদিন খেতে চেষ্টা করুন। * স্বাভাবিক জীবন চর্চা ঠিক রাখলে রোগও কম হবে। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×