ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

প্রকাশিত: ২০:৩৮, ২৫ আগস্ট ২০২০

টঙ্গীতে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ মঙ্গলবার টঙ্গীর বড় দেওড়ায় ৫৩ নম্বর ওয়ার্ডে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আজাদ মিয়া।এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিসি দক্ষিণ (অপরাধ) মোহাম্মদ ইলতুৎ মিশ। অতিরিক্ত পুলিশ কমিশনার আজাদ মিয়া বলেন, ৬ নং বিট পুলিশং কার্যলয় পুরো গাজীপুরের মধ্যে উদাহরণ হয়ে থাকবে। মানুষের দোড়গোড়ায় এখন পুলিশী নিরাপত্তা নিয়ে আসা হচ্ছে। বিট পুলিশ কার্যক্রম শুরুর একমাত্র লক্ষ্য সাধারন মানুষের পাশে পুলিশের নিরাপত্তা নিশ্চিত করা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মানবতার সেবায় কাজ করছে। মাদক ব্যবসায়ী, জঙ্গীবাদ, সন্ত্রাসী, চাঁদাবাজ নির্মুলে বিশেষ ভুমিকা পালন করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এসি আশরাফ হোসেন, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, এমদাদুল হক, ওসি তদন্ত মো, দেলোয়ার হোসেন, ৬নং বিট ইনচার্জ এস আই মো, নজমুল হুদা, এস আই মো, ইয়াছিন আরাফাত, এস আই মো,সোহরাফ হোসেন। ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর সোলেমান হায়দার, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজিব হোসেন সাদিম প্রমুখ।
×