ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে হচ্ছে পর্যটন টাওয়ার ॥ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০০:০৭, ২৫ আগস্ট ২০২০

গোপালগঞ্জে হচ্ছে পর্যটন টাওয়ার ॥ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্ত করা ও পর্যটন সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সোমবার বাংলাদেশ ট্যুরিজম বোর্ড গোপালগঞ্জ জেলার সঙ্গে আয়োজিত অনলাইন কর্মশালার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার অবস্থিত। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাঙালীর তীর্থস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। পর্যটকরা যাতে গোপালগঞ্জে গিয়ে বঙ্গবন্ধুর স্মৃতিধন্য স্থানসমূহ নির্বিঘেœ ও স্বাচ্ছন্দ্যে পরিদর্শন করতে পারেন তার পরিবেশ সৃষ্টি করা আমাদের কর্তব্য। আমাদের দায়বদ্ধতার অংশ। এর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। যত ধরনের প্রকল্প হাতে নেয়া দরকার তা নেয়া হবে। পর্যটনের প্রকল্পের ক্ষেত্রে গোপালগঞ্জকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে। গোপালগঞ্জের বোর্নি বিল, পদ্মা বিল ও শাপলা বিলের সৌন্দর্য যাতে মানুষ ভালভাবে উপভোগ করতে পারে সে জন্য সেখানে টাওয়ার নির্মাণের ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এছাড়া বোর্নি বিলকে কেন্দ্র করে পর্যটন ক্ষেত্র তৈরির বিষয়টি যাতে পর্যটন মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত থাকে সেই ব্যাপারেও ব্যবস্থা নেয়া হবে।
×