ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৫ আগস্ট নিয়ে রিজভীর দাবি

প্রকাশিত: ০০:০৫, ২৫ আগস্ট ২০২০

১৫ আগস্ট নিয়ে রিজভীর দাবি

স্টাফ রিপোর্টার ॥ ১৫ আগস্টের হত্যাকা-ের সঙ্গে আওয়ামী লীগ যে নিজেরাই জড়িত তা দিবালোকের মতো যেমন সত্য, ঠিক তেমনিই সুপরিকল্পিতভাবে ২১ আগস্টের সঙ্গেও আওয়ামী লীগের আপনজনরা জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ১৫ আগস্টের হত্যাকা-ের সঙ্গে জড়িত খলনায়ক এখনও প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। কিন্তু অজানা রহস্যের কারণে প্রধানমন্ত্রী তাদের কথা বলেন না। সোমবার দুপুরে এবং ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে তিনি এই মন্তব্য করেন। বলেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সব হত্যাকা-ের দায় আওয়ামী লীগের। ১৫ আগস্ট হত্যাকা-ের পর যারা সরকার গঠন করেছিলেন তারাই শেখ মুজিবুর রহমানের সরকারে ছিলেন। একথা নতুন করে বলার প্রয়োজন নেই যে, আওয়ামী লীগের নেতারাই রক্তাক্ত লাশ ডিঙ্গিয়ে নতুন করে শপথের মাধ্যমে মন্ত্রিসভা গঠন করে খন্দকার মোশতাকের নেতৃত্বে। ২১ আগস্টে বোমা হামলার পূর্বাপর ঘটনা পরম্পরাতে তা সুস্পষ্ট। অসংখ্য উদাহরণের মধ্যে একটি উদাহরণ হচ্ছে, মুক্তাঙ্গন থেকে আওয়ামী কার্যালয়ে কেন তারা সভা স্থানান্তর করেছিলেন, সেই রহস্য সম্পর্কে তারা নির্বাক থাকেন। আওয়ামী লীগ খুনের রাজনীতির ঐতিহ্য তৈরি করেছে দাবি করে রুহুল কবির রিজভী বলেন, যতবারই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, ততবারই পুলিশ হেফাজতে নিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের খুন করেছে। গত এক যুগে বিচারবহির্ভূত হত্যা ও গুমের সমর্থক শব্দ হয়েছে আওয়ামী লীগ। ’৭২ সাল থেকে বাম নেতা মুক্তিযোদ্ধা সিরাজ শিকদারসহ জাসদ ও বাম সংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের বিচারবহির্ভূত হত্যাকা-ের মাধ্যমে আওয়ামী লীগের হত্যার রাজনীতি শুরু।
×