ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শামীম আহসান ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত

প্রকাশিত: ২৩:১৬, ২৫ আগস্ট ২০২০

শামীম আহসান ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ সরকার মোঃ শামীম আহসানকে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি বর্তমানে নাইজিরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে কর্মরত রয়েছেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাসসর। শামীম আহসান ১১তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে কুয়েত, দোহা, নাইরোবি, রোম ও ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি নিউইয়র্কে বাংলাদেশ কনস্যাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে বহিঃপ্রচার ও ইউরোপ ডেস্কে পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। দীর্ঘ কূটনীতি পেশায় তিনি বিভিন্ন দেশে অসংখ্য সামিট ও বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার ও সভায় অংশগ্রহণ করেন।
×