ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চুরি করতে গিয়ে বৃদ্ধাকে হত্যা ॥ কিশোর গ্রেফতার

প্রকাশিত: ২৩:১৪, ২৫ আগস্ট ২০২০

চুরি করতে গিয়ে বৃদ্ধাকে হত্যা ॥ কিশোর গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সদরের ধাওয়াপাড়া এলাকায় সোমবার বিকেলে নিজবাড়িতে ছামসুন্নাহার (৭০) নামে এক বৃদ্ধাকে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে। চুরি করার জন্য প্রতিবেশী দুই কিশোর তাকে শ^াসরোধ করে হত্যা করে বলে পুলিশ জানায়। এ ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাইরান নেওয়াজ (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়. নারুলী মধ্য ধাওয়াপড়ার ওই বৃদ্ধা ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন। ছেলে সোহেল কর্মস্থলে যাওয়ার পর বাড়িতে আর কেউ ছিল না। এই সুযোগে প্রতিবেশী দুই কিশোর বিকেল ৩টার দিকে ডাবের পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে বৃদ্ধাকে খাওয়ায়। ঘুমের ওষুধ মেশানো ডাবের পানি খেয়ে বৃদ্ধা পুরোপুরী সংজ্ঞা না হারালে ওই দুজন গলায় গামছা পেঁচিয়ে শ^াসরোধ করে হত্যা করে। বৃদ্ধাকে হত্যার পর দুই কিশোর কিছু টাকা ও মোবাইল ফোন চুরি করে। বৃদ্ধার ছেলে সোহেল এ সময় কর্মস্থল থেকে বাড়িতে প্রবেশ করামাত্র চুরি করতে আসা দুই কিশোর দৌড়ে পালায়। পরে আশেপাশের লোকজন এক কিশোরকে ধাওয়া করে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাইরান নেওয়াজ নামে ওই কিশোরকে থানায় নিয়ে যায়। সে চলতি বছর নারুলী উত্তরণ স্কুল থেকে এসএসসি পাস করে। তার সঙ্গী অপরজন নবম শ্রেণীর শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।
×