ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এমপির বিরুদ্ধে অভিযোগ

মুক্তিযোদ্ধার সন্তানদের মানববন্ধনে হামলা

প্রকাশিত: ২৩:০৮, ২৫ আগস্ট ২০২০

মুক্তিযোদ্ধার সন্তানদের মানববন্ধনে হামলা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধার সন্তানদের মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। হামলাকারী দুর্বৃত্তরা একজন সংসদ সদস্যের অনুসারী বলে অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধা সংসদের নেতারা। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ডের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রামের বাঁশখালী থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর একটি মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। ওই সংসদ সদস্য ‘মৌলভী সৈয়দ মুক্তিযোদ্ধা নন এবং বাঁশখালীতে কোন মুক্তিযুদ্ধ হয়নি’ বলে মন্তব্য করেছিলেন। এতে করে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনগুলোর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণকারীরা এর জন্য ক্ষোভ প্রকাশ করছিলেন। কিন্তু বেলা সাড়ে ১১টার দিকে কয়েকটি গাড়ি ভর্তি লোক এসে হামলা চালায় এ সমাবেশে। চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মোজাফফর আহমেদ বলেন, হামলাকারীরা সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানেরই অনুসারী। হামলায় তিনিসহ বেশকজন মুক্তিযোদ্ধা আহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন বাঁশখালী থানা কমান্ডার আবুল হাশেম, সাতকানিয়া থানা কমান্ডার আবু তাহের, মুক্তিযোদ্ধা আজিমুল ইসলাম, আবদুর রাজ্জাক, মৌলভী সৈয়দের ভাইপো জয়নাল আবেদিন, জহিরউদ্দিন বাবর, ইমরানুল হক তুহিন, আবু সাদাত মোঃ সায়েম, মোবাশে^র হোসেন সোহান ও কামরুল হুদা পাভেল। পুলিশ সেখান থেকে ৩ জনকে আটক করেছে।
×