ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে জনকণ্ঠ সাংবাদিকের থানায় জিডি

প্রকাশিত: ২৩:০৩, ২৫ আগস্ট ২০২০

লালমনিরহাটে জনকণ্ঠ সাংবাদিকের থানায় জিডি

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৪ আগস্ট ॥ জেলায় কর্মরত জনকণ্ঠের সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীন লালমনিরহাট সদর থানায় ডিজিটাল আইনে ন্যায়বিচার পেতে রবিবার গভীর রাতে একটি জিডি দায়ের করেছে। এ মাসে বর্তমান সরকারের উন্নয়নমূলক রিপোর্ট ও যুদ্ধাপরাধী মামলায় সাজাপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেনকে নিয়ে ে মৌলবাদী চক্রের অপপ্রচার নিয়ে রিপোর্ট জনকণ্ঠে প্রকাশ পায়। এতে করে একটি কুচক্রি মহল সাংবাদিকের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। এই ষড়যন্ত্রকারীরা গত ২১ আগস্ট শুক্রবার অনলাইন নিউজপোর্টাল চিত্র বাংলায় ষধষসড়হরৎযধঃ@হবংি২৪.পড়স ই মেল এ্যাকাউন্ট হতে ভুয়া মিথ্যা ও ভিত্তিহীন খবর পাঠায়। যা সম্পাদক ও প্রকাশক প্রকাশ না করে জনকণ্ঠের লালমনিরহাটের সাংবাদিককে ফরওয়ার্ড করে। এই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে ডিজিটাল আইনের আওতায় জিডি দায়ের করেছে, যার নম্বর ১০৫৯, তারিখ ২৩ আগস্ট’২০।
×