ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনাকাল

প্রকাশিত: ২৩:০১, ২৫ আগস্ট ২০২০

করোনাকাল

আগে ভাবা হচ্ছিল যে, যারা এন্টি হাইপারটেনসিভ খায় তাদের বোধহয় করোনা বেশি ক্ষতি করতে পারে। কিন্তু সম্প্রতি পরীক্ষাতে তার উল্টো ফল এসেছে। প্রায় ২৯ হাজার রোগীর ওপর সমীক্ষায় দেখা যায়, যারা প্রেসারের ওষুধ এসিই ইনহিবিটর অথবা এআরবি খায়, তাদের ক্ষেত্রে করোনা ভয়ঙ্কর হতে পারছে না। তাদের সংক্রমিত করলেও একটু-আধটু করে থাকে। সেটা ৬৯ শতাংশ কম। ডাঃ এটিএম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×