ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গবেষণা রিপোর্ট

স্কুলে শিশুরা কম আক্রান্ত

প্রকাশিত: ২২:৫৯, ২৫ আগস্ট ২০২০

স্কুলে শিশুরা কম আক্রান্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ ব্রিটেনের প্রধান চিকিৎসা কর্মকর্তা অধ্যাপক ক্রিস হুইটি জানিয়েছেন, করোনা ভাইরাসের চেয়ে শিশুদের স্কুলে না যাওয়া বেশি ক্ষতিকর। তিনি মনে করেন, বাড়ির চেয়ে স্কুলে শিশুরা কম করোনায় আক্রান্ত হয়। আর চীন জরুরী ভিত্তিতে ব্যবহারের জন্য ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। সৌদি আর করোনার দাপট কমায় সরকারী কর্মীদের কাজে ফেরার নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে বিশ^ স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বৈশ্বিক করোনা ভ্যাকসিন পরিকল্পনায় ১৭২ দেশ জড়িত রয়েছে। জাপান জানায়, তারা রেশম পোকা থেকে করোনা ভ্যাকসিন তৈরি করবে। এছাড়া করোনায় আক্রান্ত ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কোর অবস্থা আশঙ্কাজনক। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, এএফপি, রয়টার্স, আনাদোলু এজেন্সি ও ওয়ার্ল্ডোমিটার ডট ইনফোর। ওয়ার্ল্ডোমিটারের মতে, সোমবার পর্যন্ত বিশে^ করোনা আক্রান্ত হয়েছেন দুই কোটি ৩৭ লাখ ২২ হাজার ৯৮১ জন। মারা গেছেন আট লাখ ১৪ হাজার ৬০৪ জন। সুস্থ হয়েছেন এক কোটি ৬১ লাখ ৯২ হাজার ৬৬০ জন। এখনও চিকিৎসাধীন আছেন ৬৬ লাখ ৯৭ হাজার ৩৪২ জন। যাদের মধ্যে ৬১ হাজার ৭১১ জনের অবস্থা আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় সারাবিশে^ সংক্রমিত হয়েছেন দুই লাখ ছয় হাজার ৭৩০ জন। মারা গেছেন চার হাজার ২৪৭ জন। করোনায় বাড়ির চেয়ে স্কুলে শিশুদের আক্রান্তের সংখ্যা কম বলে জানিয়েছে পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই)। ব্রিটেনে পরিচালিত এক গবেষণা প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ তথ্য জানায় সংস্থাটি। এতে বলা হয়েছে, স্কুলের চেয়ে বাড়িতে শিশুদের করোনায় সংক্রমণের শঙ্কা বেশি। ‘লন্ডন স্কুল অব হাইজিন এ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন ও সেন্ট জর্জেস ইউনিভার্সিটি- এ দুটি প্রতিষ্ঠান সার্স কোভ-২ ইনফেকশন এ্যান্ড ট্রান্সমিশন ইন এডুকেশনাল সেটিংস : ক্রস সেকশনাল এ্যানালাইসিস অব ক্লাস্টার এ্যান্ড আউটব্রেকস ইন ইংল্যান্ড’ শীর্ষক গবেষণাটি পরিচালনা করে। এতে উল্লেখ করা হয়, গত জুন মাসে যেসব প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্কুল গত জুন মাসে খোলা হয়েছিল, সেখানে সংক্রমণের হার ছিল মাত্র শূন্য দশমিক শূন্য ১ শতাংশ। এর মধ্যে ৭০ শিক্ষার্থী ও ১২৮ জন স্কুলে নিয়োজিত কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। এমন সময় এ গবেষণা প্রকাশিত হলো, যেদিন ব্রিটেনের প্রধান স্বাস্থ্য পরামর্শক ক্রিস হুইটি দীর্ঘদিন স্কুল বন্ধ রাখার বিপক্ষে তার অবস্থান তুলে ধরেন। হুইটি বলেন, কোভিড-১৯ এ শিশুদের মৃত্যুহার অনেক কম। কিন্তু তাদের শিক্ষা কার্যক্রম বন্ধ করে রাখার এক সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। গবেষণায় বলা হয়েছে, স্কুলের শিক্ষার্থীদের তুলনায় শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সংক্রমণের ঝুঁকি অপেক্ষাকৃত বেশি। যে সময় গবেষণা চলেছে, সেই সময় ব্রিটেনজুড়ে করোনায় সংক্রমণের সংখ্যা ছিল ২৫ হাজার ৪৭০। ওই সময় ১০ লাখ শিশু স্কুলে যায়। ব্রিটিশ চিকিৎসা কর্মকর্তার হুঁশিয়ারি ॥ ব্রিটেনের প্রধান চিকিৎসা কর্মকর্তা অধ্যাপক হুইটি শিশুরা করোনাভাইরাসে আক্রান্ত হলে যতটা ক্ষতিগ্রস্ত হবে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হবে স্কুলে না গেলে বলে মনে করেন। তিনি বলেন, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে শিশুদের মারা যাওয়ার আশঙ্কা অবিশ্বাস্য রকম কম। কিন্তু স্কুলে না যাওয়ার কারণে দীর্ঘমেয়াদে তারা শরীরিক ও মানসিক ক্ষতির শিকার হবে। আরও অন্তত নয় মাস আমাদেরকে কোভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। ভারতে আরও ৮৪৬ মৃত্যু ॥ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৮৪৬ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ৫৭ হাজার ৭১৫ জন। গত ২৪ ঘণ্টায় ৬১ হাজার ৭৪৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। জরুরী ব্যবহারে অনুমোদন চীনে ॥ এবার জরুরী ব্যবহারের ক্ষেত্রে সম্ভাব্য কোভিড-১৯ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে চীন। দেশটিতে কিছু কোম্পানি ইতোমধ্যেই ভ্যাকসিন উন্নয়নে কাজ করছে। এর মধ্যে নির্বাচিত কিছু কোম্পানির ভ্যাকসিন উন্নয়নের কাজ অনেকটাই এগিয়ে গেছে। জরুরী ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে নির্বাচিত কিছু কোম্পানির ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয়েছে বলে দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তা নিশ্চিত করেছেন। চীনের ভ্যাকসিন ব্যবস্থাপনা আইন অনুযায়ী এই অনুমোদন দেয়া হয়েছে। সৌদিতে কমছে করোনার দাপট ॥ সৌদি আরবে করোনার প্রকোপ কমছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২৩ আগস্ট করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১১০৯ জন, এটি চার মাসের মধ্যে সর্বনিম্ন সংখ্যা। একই দিনে সুস্থ হয়েছেন এক হাজার ৭০২ এবং মৃত্যু হয়েছে ৩০ জনের। দেশটিতে প্রতিদিনই করোনা প্রকোপ কমছে, বাড়ছে সুস্থতার হার। সে কারণে কর্তৃপক্ষ ৩০ আগস্ট থেকে সরকারী দফতরে স্বাস্থ্যবিধি মেনে কর্মকর্তা-কর্মচারীদের কাজে যোগ দেয়ার নির্দেশনা দিয়েছে। ‘কোভ্যাক্স পরিকল্পনায় ১৭২ দেশ’ ॥ ডব্লিউএইচওর নেতৃত্বে সমতার ভিত্তিতে করোনা ভ্যাকসিন সবার দ্বারে পৌঁছে দেয়ার বৈশ্বিক যে উদ্যোগ নেয়া হয়েছে, সেই কোভ্যাক্স পরিকল্পনার সঙ্গে বিশ্বের ১৭২ দেশ জড়িত। সোমবার জেনেভায় এক ভার্চুয়াল সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গ্র্যাব্রিয়াসেস এ তথ্য জানিয়েছেন। রেশম পোকা থেকে ভ্যাকসিন ॥ জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত অধ্যাপক তাকাহিরু কুসাকাবে রেশম পোকা থেকে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করছেন সেটা শুধু ইনজেকশনই নয় বরং মুখেও গ্রহণ করা যাবে। কোভিড-১৯ এক ধরনের আরএনএ ভাইরাস। এই ভাইরাস সংক্রমণ ও বিস্তারের জন্য মৌলিক উপাদান আরএনএ থাকে তার শক্ত খোলসের ভেতরে। সেই খোলসটাই কদম ফুলের মতো। যার নাম স্পাইক প্রোটিন। স্পাইক প্রোটিনই মানুষের দেহে করোনাভাইরাসকে প্রবেশের পথ করে দেয়। করোনার চরিত্র বদলাতে হলে, স্পাইক প্রোটিনের গঠনে এমন কিছু ঘটতে হবে যেন তা আর মানুষের শরীরে ঢুকতে না পারে। এর অর্থ করোনার ভ্যাকসিন তৈরি করতে হলে স্পাইক প্রোটিনের বিরুদ্ধে করতে হবে। ভ্যাকসিন দিয়ে যদি স্পাইক প্রোটিনকে অচল করে দেয়া যায়, তাহলে মানুষ রক্ষা পেতে পারে। ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী আক্রান্ত ॥ এবার করোনা আক্রান্ত হয়েছেন ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কো। তার অবস্থা এখন সঙ্কটাপন্ন। ইউলিয়া ছাড়া তার স্বামী এবং মেয়েও করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। বর্তমানে ইউলিয়া ইউক্রেনের পার্লামেন্টের একজন সদস্য এবং দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল বাৎকিভস্যাচনার প্রধান। এছাড়া ইউরোপীয় দেশটির প্রথম নারী সরকার প্রধানও তিনি। প্রথম মেয়াদে ২০০৫ সালের ২৪ জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন ইউলিয়া।
×