ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পূর্বাচলে বঙ্গবন্ধু চত্বর

প্রকাশিত: ২০:৪৯, ২৫ আগস্ট ২০২০

পূর্বাচলে বঙ্গবন্ধু চত্বর

চলতি বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বঙ্গবন্ধু আধুনিক ও মানসম্মত বাংলাদেশ গড়ার সময়োপযোগী অনেক দিকনির্দেশনা দিয়ে যেতেও ভুল করেননি। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং আবহমান সাংস্কৃতিক বৈভবের আবেদনের মাত্রায় মেগা প্রকল্পগুলো সময়ের যৌক্তিক চাহিদা। জাতির শ্রেষ্ঠ নায়ককে নিয়েও ভাবা হচ্ছে নতুন কিছু কর্মদ্যোতনা। দেশের আধুনিকতার বলয়ে পূর্বাচল একটি নতুন মাত্রা পাওয়া বিশাল কর্মপ্রকল্পের শহর। সেখানে বঙ্গবন্ধুকে ঘিরে একটি চত্বর তৈরির মহাপরিকল্পনা হাতে নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। চত্বরের শোভা বর্ধনের জন্য নির্মাণ করা হবে জন্মশতবর্ষের স্মারক সৌধ। সঙ্গত কারণেই ১৯২০ সাল থেকে ’৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর জীবদ্দশায় তার দীর্ঘ সংগ্রামী ঐতিহ্যের বহু স্মরণীয় কর্মদ্যোতনায় চত্বরটিকে দৃষ্টিনন্দন ও আনন্দ আয়োজনের প্রাসঙ্গিক ব্যবস্থাপনাতে সন্নিবেশ করা হবে। মাত্র ৫৫ বছর বয়সে এই কালজয়ী, যুগ¯্রষ্টা ঐতিহাসিক নায়ক বর্ণাঢ্য জীবনের যে কঠিন, সংগ্রামী এবং সুবর্ণ সময়গুলো পার করেছেন, তাকেও বিভিন্ন আয়োজনে স্মরণীয় করে রাখা হবে। নতুন মাত্রা পাওয়া পূর্বাচল শহর প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় কর্মযোগ হবে বঙ্গবন্ধুর উদ্দেশ্যে নিবেদিত এই চত্বর। ২০২০ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে এই মহাপ্রকল্পের উদ্বোধন করা হতে পারে। ২০২১ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনেও এটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে সরকারের। স্থাপত্য অধিদফতর বঙ্গবন্ধুর চত্বর নির্মাণে ইতোমধ্যে একটি খসড়া নক্সাও প্রস্তুত করেছে। সুন্দর ও মনোরম পানির ফোয়ারায় প্রকল্পটির চত্বর দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করার লক্ষ্যে কর্মপরিকল্পনাকে সাজানো-গোছানোর সর্ববিধ প্রস্তুতি নেয়া হয়েছে। আলোর ঝলকানিতে চত্বর প্রাঙ্গণে দর্শনার্থীর মনোযোগ কাড়তে বিশেষ ব্যবস্থাপনার ওপরও জোর দেয়া হচ্ছে। রঙিন আলোর দ্যুতি দূর থেকেও দর্শনার্থীর চোখ আনন্দে আবেগে ভরিয়ে দেবে। সৌন্দর্য পিয়াসী মানুষ এই বর্ণাঢ্য চত্বরে এসে সময় কাটানোর সুযোগ পাবে। থাকবে বঙ্গবন্ধুর আলোচিত ও সংগ্রামী জীবনের বিভিন্ন ঐতিহাসিক কর্মযোগ যা একটি স্বাধীন দেশের স্থপতির মর্যাদায় তাকে অভিষিক্ত করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক বিবেচনা বোধ এবং কঠোর নজরদারিতে এই মেগাপ্রকল্পের মহাকর্মযোগ যেন জাতির জন্য একটি শ্রেষ্ঠ উপহার হিসেবে পরিচিতি লাভ করতে পারে সেদিকেও বিশেষ যতœবান হাওয়া বাঞ্ছনীয়।
×