ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাবেক হ্যান্ডবল খেলোয়াড় রউফের মৃত্যু

প্রকাশিত: ১৯:০৮, ২৪ আগস্ট ২০২০

সাবেক হ্যান্ডবল খেলোয়াড় রউফের মৃত্যু

স্পোর্টস রিপোর্টার ॥ দেশের একসময়কার জেষ্ঠ্য কৃতী হ্যান্ডবল খেলোয়াড় এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাবেক কার্যনির্বাহী সদস্য আব্দুর রউফ খান (৬৭) গত ১৮ আগস্ট ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)। বেশ কিছুদিন ধরে তিনি বিভিন্ন রোগের কারণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং চিকিৎসারত অবস্থায় হাসপাতালেই ইন্তেকাল করেন। তিনি মানিকগঞ্জের হরিরামপুরের পিপুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭২ সালে বিডিআর বাহিনীতে (বর্তমান বিজিবি) সৈনিক পদে যোগদান করেন। দেশে হ্যান্ডবল খেলার শুরুতে তিনি বেশ কৃতিত্বের সঙ্গে হ্যান্ডবল খেলেন ও তার দল বিডিআর হ্যান্ডবল দলগঠনে বেশ গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়াও তিনি একজন কৃতী ভলিবল খেলোয়াড় হিসেবেও বেশ সুনাম অর্জন করেন। মৃত্যুকালে তিনি তার সহধর্মীনিসহ এক কন্যা ও দুই ছেলে এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার উজ্জ্বল খেলোয়াড়ী জীবনসহ হ্যান্ডবল উন্নয়নে ভূমিকা রাখায় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন শ্রদ্ধাভরে স্মরণ করেছে এবং তার আত্মার মাগফেরাত কামনা করে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সাথে সমবেদনা প্রকাশ করেছে।
×