ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৯৯৯ এ ফোন

শ্লীলতাহানি থেকে বাঁচল ৬ যুবতী

প্রকাশিত: ০০:১৯, ২৪ আগস্ট ২০২০

শ্লীলতাহানি থেকে বাঁচল ৬ যুবতী

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৩ আগস্ট ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন এলাকায় শ্লীলতাহানির চেষ্টার সময় ৯৯৯-এ ফোন দেয়ায় বেঁচে গেছেন ৬ যুবতী। এ সময় দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বখাটেরা পালিয়ে যায়। শনিবার রাত ১২টায় এ ঘটনা ঘটে। তবে দিনব্যাপী এ ঘটনায় মামলা দায়ের করবে বলেও ভবিষ্যত ঝামেলার কথা মাথায় রেখে মামলা করেনি ভুক্তভোগীরা। রূপগঞ্জের কাঞ্চন ইছাপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) চান মিয়া জানান, রূপগঞ্জ শিল্পকলা একাডেমির সেলিমা নামে একজনের মাধ্যমে নদীতে পিকনিকের নাম করে ৬ যুবতীকে নাচের জন্য ১১ হাজার টাকায় ভাড়া করে একদল যুবক। কথা ছিল দিনব্যাপী পিকনিকের পর বিকেলে তাদের পৌঁছে দেয়া হবে। এদিকে রাত হয়ে গেলেও তাদের পৌঁছে না দিয়ে বরং রাত ১২টার দিকে শ্লীলতাহানির চেষ্টা করে যুবকরা। তখন যুবতীরা ৯৯৯-এ কল দিয়ে জানালে তাদের পাড়ে নামিয়ে দিয়ে পালিয়ে যায় বখাটেরা। এ ঘটনায় আর অভিযোগ দায়ের করেনি তারা।
×