ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ধামরাইয়ে কাভার্ড ভ্যান ও পিকআপ সংঘর্ষে নিহত দুই

প্রকাশিত: ০০:০৮, ২৪ আগস্ট ২০২০

ধামরাইয়ে কাভার্ড ভ্যান ও পিকআপ সংঘর্ষে নিহত দুই

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৩ আগস্ট ॥ ধামরাইয়ে কাভার্ড ভ্যান ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছে। রবিবার সকালে ধামরাই থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পিকআপ ভ্যানে থাকা কাঁচামাল ব্যবসায়ী হেলাল উদ্দিন। তিনি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বরুন্ডি এলাকার মৃত নৈমুদ্দিনের ছেলে ও পিকআপ ভ্যানের চালক নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুরিয়া এলাকার মশিউর রহমানের ছেলে মফিদুল মোল্লা রাজু। পুলিশ জানায়, এদিন সকালে মানিকগঞ্জের সাটুরিয়া থেকে পিকআপ বোঝাই সবজি নিয়ে বিক্রির উদ্দেশে আশুলিয়ার বাইপাইলের দিকে যাচ্ছিলেন ব্যবসায়ী হেলাল উদ্দিন। পরে ঢাকা-আরিচা মহাসড়কের ওই এলাকায় পৌঁছলে তাদের সামনে থাকা একটি চলন্ত কাভার্ড ভ্যান হঠাৎ ব্রেক করে। এ সময় ঢাকাগামী অপর একটি জননী এক্সপ্রেস এ্যান্ড পার্সেল সার্ভিসের কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে পিকআপ ভ্যানে থাকা কাঁচামাল ব্যবসায়ী হেলাল উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় পিকআপ ভ্যানের চালক ও হেলপারকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে চালক মফিদুলের মৃত্যু হয়। সাভার হাইওয়ে থানার এসআই মোসলেম উদ্দিন জানান, ঘাতক জননী এক্সপ্রেস এ্যান্ড পার্সেল সার্ভিসের কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পলাতক রয়েছে। দিনাজপুরে দুইজন স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, সদর ও বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। রবিবার দুপুরে শহরের মির্জাপুর কেন্দ্রীয় বাসর্টামিনালে এবং বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের সুলতানপুরের নাফানগর ঈদ মাঠের সামনে এই দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শহরের শেখপুরা বালুবাড়ী এলাকার মুদি দোকানদার মো. নঈম উদ্দিন (৬০) ও বোচাগঞ্জ উপজেলার ৬ নং রনগাও ইউনিয়নের চনিয়া গ্রামের মৃত মহিনাথ রায়ে ছেলে গুনধর চন্দ্র রায় (৬৮)। এর মধ্যে সাইকেল আরোহী নঈম উদ্দিন ট্রাকের ধাক্কায় এবং মোটরসাইকেল আরোহী গুনধর চন্দ্র রায় ট্রলির ধাক্কায় মৃত্যুবরণ করেন।
×