ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘এমবাপেকে কেনা উচিত রিয়ালের’

প্রকাশিত: ২৩:৪৬, ২৪ আগস্ট ২০২০

‘এমবাপেকে কেনা উচিত রিয়ালের’

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিস্টিয়ানো রোনাল্ডো দলছুট হওয়ার পর থেকে সমমানের বড় তারকা কেনার চিন্তা-ভাবনা অনেকদিন থেকেই করছে রিয়াল মাদ্রিদ। কিন্তু এখনও ব্যাটে-বলে এক হয়নি। মাঝে মধ্যেই শোনা যায় ব্রাজিলিয়ান তারকা নেইমারকে সান্টিয়াগো বার্নাব্যুতে আনতে পারে স্প্যানীশ পরাশক্তিরা। আবার ফরাসী সুপারস্টার কিলিয়ান এমবাপের নামও শোনা যায়। তবে ব্রাজিলের সাবেক কিংবদন্তি তারকা রোনাল্ডো দ্য লিমার মতে, রিয়ালের উচিত এমবাপেকে দলে ভেড়ানো। একসঙ্গে দুই বড় তারকাকে দলে ভেড়ানো অনেকটাই অসম্ভব। যে কারণে রোনাল্ডোর মতে রিয়াল যেন নেইমারকে নয় বরং এমবাপেকেই দলে নেয়। কেননা বয়স কম হওয়ায় নেইমারের চেয়ে বেশিদিন সার্ভিস দিতে পারবেন এমবাপে। এ প্রসঙ্গে রোনাল্ডো বলেন, এখন আসলে বিষয়টা এমন নয় যে, একজনের চেয়ে অন্যজন ভাল। কিন্তু রিয়াল মাদ্রিদ যদি বড় কোন বিনিয়োগ করতে চায় সেটা ভবিষ্যতের কথা চিন্তা করেই করতে হবে। নেইমারের বয়স ২৮, এমবাপের ২২। বিনিয়োগ করলে তরুণ খেলোয়াড়কেই আনা উচিত।
×