ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাউদাম্পটন টেস্টে দিশেহারা পাকিস্তান

প্রকাশিত: ২৩:৪৬, ২৪ আগস্ট ২০২০

সাউদাম্পটন টেস্টে দিশেহারা পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ সাউদাম্পটনে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্টে চলছে ইংল্যান্ডের দাপট। জ্যাক ক্রলি ও জস বাটলারের দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেটে ৫৮৩ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। জবাবে রবিবার তৃতীয়দিন লাঞ্চের পর এ রিপোর্ট লেখার সময় ৩৮ ওভারে ৫ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৭৫ রান। ফলোঅন এড়াতে আরও ৩০৮ রান চাই সফরকারীদের। সবমিলিয়ে আড়াইদিনেই টেস্টের নিয়ন্ত্রণ পুরোপুরি জো রুটদের হাতে। ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে পাক ব্যাটসম্যানদের অবিশ্বাস্য কিছুই করতে হবে। যেখানে ব্যক্তিগত ২৫ রানে ক্রিজে অধিনায়ক আজহার আলি। ফাওয়াদ আলম আউট হয়েছেন ২১ রান করে। ইংল্যান্ডকে রানের পাহাড়ে বসানের রূপকার ক্রলি (২৬৭) ও বাটলার (১৫২)। ষষ্ঠ উইকেট জুটিতে ইংলিশ ইতিহাসের রেকর্ড সর্বোচ্চ ৩৫৯ রানের জুটি গড়েছেন দু’জনে। ক্রিস ওকস করেন ৪০ রান। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, ইয়াসির শাহ ও ফাওয়াদ আলম। জবাব দিতে নেমে এ্যান্ডারসনের তোপের মুখে পড়ে পাকিরা। দলীয় ৩০ রানের মধ্যে সাজঘরে ফেরেন টপ অর্ডারের চার ব্যাটসম্যান শান মাসুদ (৪), আবিদ আলি (১), বাবর আজম (১১) ও আসাদ শফিক (৫)। চারজনকেই তুলে নেন এ্যান্ডারসন। ৬০০ উইকেটের ল্যান্ডমার্কে পা রাখতে আর মাত্র ৩টি উইকেট চাই অভিজ্ঞ এই পেসারের। ওল্ডট্র্যাফোর্ডের প্রথম টেস্টে ৩ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। আর এই সাউদাম্পটনেই বৃষ্টির কারণে দ্বিতীয় টেস্ট ড্র হয়।
×