ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা সিরিজে নজর রুবেল হোসেনের

প্রকাশিত: ২৩:৪৫, ২৪ আগস্ট ২০২০

শ্রীলঙ্কা সিরিজে নজর রুবেল হোসেনের

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেন ১১ বছর ধরে জাতীয় দলের সঙ্গে আছেন। কিন্তু টেস্টে নিয়মিত পেসার হতে পারেননি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যখন সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাবে তখন এই দলের সঙ্গী হলেও চূড়ান্ত দলে শেষ পর্যন্ত থাকবেন রুবেল; এর নিশ্চয়তা নেই। তবে শ্রীলঙ্কা সিরিজ নিয়েই ভাবছেন রুবেল। এই সিরিজের দিকেই নজর দিচ্ছেন। দলে সুযোগ পাওয়ার চেষ্টা করবেন। সুযোগ পেলে ভাল খেলার আপ্রাণ চেষ্টা করবেন বলেও জানিয়েছেন। রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে রুবেল শ্রীলঙ্কা সিরিজের দিকে নজর দেয়ার কথাই জানিয়েছেন। তিনি বলেছেন, ‘মূলত আমার নজর শ্রীলঙ্কা সিরিজে। ঐ সিরিজে আমার লক্ষ্য থাকবে দলে সুযোগ পাওয়া। আর সুযোগ পেলে ভাল খেলার চেষ্টা করব। আপ্রাণ চেষ্টা করব। আর আমি সেই অনুযায়ী অনুশীলন করছি।’ দলে সুযোগ পেতে এখন ফিটনেস ও বোলিংটা নিয়ে ভালভাবে কাজ করছেন বলে জানান রুবেল, ‘বোলিং বলেন আরও কিভাবে স্কিল বাড়ানো যায় এটা নিয়ে কাজ করছি। মূল নজর শ্রীলঙ্কা সিরিজ।’ সঙ্গে মাঠে ফেরার অপেক্ষার কথাও যোগ করেন, ‘আপনারা জানেন যে ইংল্যান্ডে খেলা শুরু হয়েছে, পাকিস্তানও খেলছে তাদের সঙ্গে। শ্রীলঙ্কার বিরুদ্ধে আমাদের সিরিজটি যে খুব সুন্দরভাবে হবে আশাবাদী আমি।’ করোনাভাইরাসের কারণে ক্রিকেটাররা দীর্ঘ চারমাস মাঠের বাইরে ছিলেন। ঘরবন্দী ছিলেন। অনুশীলনও পছন্দের মাঠে করতে পারেননি। শুধু ফিটনেস নিয়ে কাজ করতে পেরেছেন। রুবেল বাগেরহাটে ফিটনেস ট্রেইনিং করার কথা জানান। বলেন, ‘বাগেরহাটে ফিটনেস নিয়ে কাজ করেছি। বালিতেই বেশি কাজ করেছি। বোলিং ব্যাটিংয়ের সুযোগ আসলে সেখানে তেমন পাই নাই। করোনাভাইরাসের পরিস্থিতি আমাদের হাতে নাই। এরপরও যতটা সচেতন থাকা যায় সেই চেষ্টা করেছি। ফিটনেস ট্রেইনিং করেছি। ক্রিকেট বোর্ডের নির্দেশনা অনুযায়ী চলার চেষ্টা করেছি।’ সঙ্গে যোগ করেন, ‘সবার পছন্দের মাঠ মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। এখানে আমি অনুশীলন শুরু করেছি। আমি ফিটনেস নিয়ে কাজ শুরু করছি। বোলিং নিয়ে কাজ করছি। ক্রিকেট বোর্ডের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। নিয়ম অনুযায়ী সব করছি। পরিকল্পনা অনুযায়ী, ফিটনেস, বোলিং, ব্যাটিং অনুশীলন করছি।’ রুবেল এখন পর্যন্ত টেস্ট খেলেছেন ২৭টি, ওয়ানডে খেলেছেন ১০১টি ও টি২০ ম্যাচও খেলেছেন ২৭টি। টেস্টে ৩৬টি, ওয়ানডেতে ১২৬টি ও টি২০তে ২৮টি উইকেট শিকার করতে পেরেছেন। পাকিস্তানের বিরুদ্ধে এ বছর ফেব্রুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলেছেন। আর বাংলাদেশ দল সর্বশেষ জিম্বাবুইয়ের বিরুদ্ধে ফেব্রুয়ারির শেষের দিকে টেস্ট খেলেছে। টেস্ট দলে অনিয়মিত এ পেসারকে জিম্বাবুইয়ের বিরুদ্ধে দলে রাখা হয়নি। ২০১৮ সালের জুলাইয়ের পর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আবার জাতীয় দলে ফিরে আশানুরূপ নৈপুণ্য দেখাতে পারেননি। শেষদিকের তিনটি উইকেট নিয়েছেন ঠিক। তবে ওভারপ্রতি সবচেয়ে বেশি রান দিয়েছেন। ২৫.৫ ওভার বোলিং করে তিন মেডেনসহ ১১৩ রান দিয়েছেন। প্রায় ওভারপ্রতি সাড়ে চার রান করে দিয়েছেন। তাতেই রুবেল আর জিম্বাবুইয়ের বিরুদ্ধে সিরিজে দলে সুযোগ পাননি। মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুমিনুল হকদের সঙ্গে এবার ব্যক্তিগত অনুশীলনে যোগ দিয়েছেন পেসার রুবেল। ব্যক্তিগত অনুশীলনের চতুর্থ ধাপে রুবেল যোগ দিয়েছেন। অনুশীলনের দ্বিতীয়দিনে তিনি শ্রীলঙ্কা সফরে খেলার জন্য যে প্রস্তুত হচ্ছেন সিরিজে নজর আছে; তাই জানান দিয়েছেন।
×