ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সৈকত নাসিরের ‘বর্ডার’-এ সাঞ্জু জন

প্রকাশিত: ২৩:৪৪, ২৪ আগস্ট ২০২০

সৈকত নাসিরের ‘বর্ডার’-এ সাঞ্জু জন

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ-ভারত সীমান্তে মানুষের জীবনযাত্রা ও ওই অঞ্চলের বিভিন্ন চোরাচালান নিয়ে ‘বর্ডার’ সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন সৈকত নাসির। এতে যুক্ত হলেন সাঞ্জু জন। শনিবার রাতে ‘বর্ডার’-এ চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেুা। সৈকত নাসির ও সাঞ্জু জন জানান, ‘বর্ডার’ কোন তথাকথিত নায়ক-নায়িকা নির্ভর সিনেমা নয়। দুজনেই বলেন, ‘বর্ডার’ হচ্ছে গল্পনির্ভর সিনেমা। এর আগে সৈকত নাসিরের পরিচালনায় একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন সাঞ্জু জন। তিনি জানান, এবারই প্রথম সৈকত নাসিরের পরিচালিত সিনেমায় কাজ করতে যাচ্ছেন। বলেন, সৈকত ভাই স্মার্ট পরিচালক। তার পরিচালনায় কাজ করে অনেককিছু শিখতে পারব। নিজেকে হয়ত প্রমাণের সুযোগ পাব। নির্মাতা সৈকত নাসির বলেন, নায়ক-নায়িকা নির্ভর সিনেমা না বলে ‘বর্ডার’কে গল্প ও ভিলেননির্ভর সিনেমা বলতে চাই। ট্যাগ লাইন ‘দ্য বর্ডার’। তিনি বলেন, প্রতিটি সিনেমা নিজের জোনের বাইরে করার চেষ্টা করি। বর্ডার একেবারেই নতুন ফরম্যাটে নির্মাণ করতে চাই। ম্যাক্সিমাম এন্টারটেনমেন্টের ব্যানারে বর্ডার সিনেমা মূল ভাবনা নির্মাতা সৈকত নাসিরের নিজের। রচনা ও চিত্রনাট্য আবদুল্লাহ জহির বাবু। নির্মাতা সৈকত জানান, সীমান্ত অঞ্চলে এমন কিছু ঘটনা যা দর্শকের সামনে তুলে ধরলে লুফে নেবে। কাজটি নিয়ে কিছুদিন ধরে স্টাডি করে তাই মনে হয়েছে। সিনেমার বেশিরভাগ শূটিং হবে দেশের বিভিন্ন বর্ডার অঞ্চলে। সেপ্টেম্বরের শেষদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে শূটিং শুরু করতে চান সৈকত নাসির। ইতোমধ্যে সিনেমার একটি গানের কাজ করেছেন মার্সেল। সাঞ্জু জন ছাড়া ফারুক সুমন নামে আরও একজনকে চূড়ান্ত করেছেন। শূটিংয়ের আগে বাকি শিল্পীদের নাম জানানো হবে বলে জানান সৈকত নাসির।
×