ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে ফের কৃষ্ণাঙ্গ নিহত

প্রকাশিত: ২৩:৪১, ২৪ আগস্ট ২০২০

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে ফের কৃষ্ণাঙ্গ নিহত

যুক্তরাষ্ট্রে আবারও পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনা ঘটেছে। দেশটির লুইসিয়ানা অঙ্গরাজ্যে এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করে পুলিশ। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি ছুরি হাতে একটি স্টোরে ঢোকার চেষ্টা করেছিলেন। পরে পুলিশ তাকে গুলি করে। আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন (এসিএলইউ) এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। রয়টার্স। একজন কৃষ্ণাঙ্গের প্রতি পুলিশের এই সহিংসতাকে ভয়াবহ এবং মারাত্মক ঘটনা বলে অভিহিত করেছে এসিএলইউ। লুইসিয়ানা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার রাত ৮টায় লাফাইয়েত্তে পুলিশ ডিপার্টমেন্টে একটি ফোনকল আসে। সেসময় জানানো হয় যে, ছুরি হাতে এক ব্যক্তি স্টোরে ঢোকার চেষ্টা করছে। কর্মকর্তারা তাকে আটকের চেষ্টা করলে সে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি পরবর্তীতে অন্য একটি স্টোরে ঢোকার চেষ্টা করেছিল। সে সময়ও তার হাতে ছুরি ছিল। তাকে থামাতে গুলি ছোড়া হয়। ওই ব্যক্তির নাম ট্রেইফোর্ড পেলেরিন, বয়স ৩১ বছর। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
×