ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কাউন্সিল অব ন্যাশনাল পলিসির সভায় ট্রাম্প

নির্বাচনের ফল কখনই জানা যাবে না

প্রকাশিত: ২৩:৪১, ২৪ আগস্ট ২০২০

নির্বাচনের ফল কখনই জানা যাবে না

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৩ নবেম্বর অনুষ্ঠিত হলেও এর ফল কখনই জানা যাবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এমনকি ‘পাগল ন্যান্সি পেলোসি’ও (হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পীকার) প্রেসিডেন্ট হয়ে যেতে পারেন। আগামী সপ্তাহের রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের আগে কাউন্সিল অব ন্যাশনাল পলিসির একটি সভায় বক্তৃতা দিতে গিয়ে শনিবার ট্রাম্প এসব মন্তব্য করেন। গার্ডিয়ান, বিবিসি ও সিএনএন। ট্রাম্প বলেন, ‘এই নির্বাচনের শেষটুকু আপনারা কখনও জানতে পারবেন না, আমার মতে, কয়েক সপ্তাহ, মাস, অনেক বছর বা হয়তো কখনই নয়’। এর আগে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রে যে ‘অন্ধকার সময়’ চলছে, তার অবসান ঘটাবেন বলে অঙ্গীকার করেছেন। ডেলাওয়্যারে দলীয় কনভেনশনের শেষে এক বক্তব্যে বাইডেন বলেন, ‘ট্রাম্প দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রকে অন্ধকার চাদরে ঢেকে রেখেছেন, তিনি অনেক বেশি রাগী, অনেক বেশি ভীতু এবং অনেক বিভাজন তৈরি করেছেন’। এ সময় করোনাভাইরাস মহামারী মোকাবেলায় ট্রাম্পের পদক্ষেপ নিয়েও সমালোচনা করেন বাইডেন। এদিকে ট্রাম্প বলেছেন, বাইডেন যেখানে ‘যুক্তরাষ্ট্রের অন্ধকার’ দেখছেন, তিনি সেখানে ‘যুক্তরাষ্ট্রের মহিমা’ দেখছেন। ট্রাম্পের দাবি, এই ভোট গণনাতেই দীর্ঘ সময় কেটে যাবে। পাশাপাশি এ ভোটে কারচুপি এবং ফল ঘোষণাকে চ্যালেঞ্জ করে আইনী মামলা প্রেসিডেন্ট নির্বাচনের পুরো প্রক্রিয়াকে অনেক বেশি দীর্ঘায়িত করবে বলেও মনে করছেন কেউ কেউ। তবে শুক্রবার লুইস ডিজয় আশ্বস্ত করেন, যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডাকযোগে ব্যালট পেপার পরিবহনে ইউএস পোস্টাল সার্ভিস (ইউএসপিএস) ‘সবদিক দিয়ে সক্ষম এবং প্রতিশ্রুতিবদ্ধ’। তিনি বলেন, ভোটের বিষয়টি সবসময় অগ্রাধিকার পাবে এবং ডাকযোগে পাঠানো সব ভোট যথাসময়ে গণনার জন্য পৌঁছে দেয়া হবে। ব্যয় সঙ্কোচনে নেয়া নতুন নীতিগুলো আগামী নবেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ‘ভোটিং’ কার্যক্রমে কোন প্রভাব ফেলবে না বলেও জোর দাবি এ কর্মকর্তার।
×