ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়ান স্টপ সার্ভিস সেবা প্রদানে বিডা ও ঢাকা চেম্বারের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ২২:৫০, ২৪ আগস্ট ২০২০

ওয়ান স্টপ সার্ভিস সেবা প্রদানে বিডা ও ঢাকা চেম্বারের মধ্যে চুক্তি স্বাক্ষর

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিনিয়োগকারীদের আরও দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে বিভিন্ন সেবা প্রদানের জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গৃহীত অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) কার্যক্রমে অন্তর্ভুক্তির লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বিডার মধ্যকার সমঝোতা স্মারক অনুষ্ঠান ২৩ আগস্ট রাজধানীতে বিডার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ঢাকা চেম্বারের ভারপ্রাপ্ত মহাসিচব আফসারুল আরিফিন এবং বিডার মহাপরিচালক-৫ (যুগ্ম সচিব) ওয়াহিদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া। উল্লেখ্য, ডিসিসিআই ছাড়াও ভূমি মন্ত্রণালয়, পরিবেশ অধিদফতর এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সঙ্গেও বিডার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আর এ চারটি প্রতিষ্ঠানের মাধ্যমে ১৩টি সেবা প্রদানের সুযোগ সৃষ্টি হলো।
×