ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল ইউএস-বাংলা

প্রকাশিত: ২২:৪৯, ২৪ আগস্ট ২০২০

ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল ইউএস-বাংলা

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ রুটে সপ্তাহে দুটির পরিবর্তে তিনটি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। এছাড়া সৌদি আরবে আটকে পড়াদের ফিরিয়ে আনতে আরও দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বিমান। ইউএস-বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, গত ১৬ আগস্ট থেকে করোনালীন সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে কুয়ালালামপুরে যাত্রা শুরু করে ইউএস-বাংলা। বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের সব ধরনের স্বাস্থ্যবিধি এবং ভ্রমণ নির্দেশনা মেনে ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে বৃহস্পতি ও রবিবার রাত ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাচ্ছে। কুয়ালালামপুর থেকে সোম ও শুক্রবার স্থানীয় সময় রাত ৩টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসছে। আগামী ১ সেপ্টেম্বর ঢাকা থেকে কুয়ালালামপুরে মঙ্গল, বৃহস্পতি ও রবিবার এবং ২ সেপ্টেম্বর কুয়ালালামপুর থেকে ঢাকায় সোম, বুধ ও শুক্রবার ফ্লাইট পরিচালিত হবে। ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে গুয়াংজু রুটে সপ্তাহে একটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে। আগামী ৩১ আগস্ট থেকে ঢাকা থেকে দোহা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। এদিকে সৌদি আরবে আটকেপড়া বাংলাদেশীদের জন্য আরও দুটো বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। আগামী ২৮ ও ২৯ আগস্ট ফ্লাইট দুটি সৌদির জেদ্দা ও রিয়াদ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। বিমান জানায়, আটকেপড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে ঢাকা থেকে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৮ ও ২৯ আগস্ট রিয়াদ থেকে ঢাকায় আসবে ফ্লাইট। আগে নিবন্ধনকৃত যাত্রীরা বিমানের অফিস থেকে পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে ফ্লাইটের টিকেট কিনতে পারবেন। ২৮ আগস্টের জেদ্দা-ঢাকা একমুখী যাত্রার টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ইকোনমি ক্লাস ২২০০ সৌদি রিয়াল ও বিজনেস ক্লাস ৩২০০ সৌদি রিয়াল। বিজনেস ক্লাসের যাত্রীরা ৫০ কেজি ও ইকোনমি ক্লাসের যাত্রীরা ৪০ কেজি চেক-ইন ব্যাগেজ নিতে পারবেন। উভয় ক্লাসের যাত্রীরা সাত কেজি হ্যান্ড লাগেজ আনার সুবিধা পাবেন।
×