ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেড় হাজার করোনা রোগীর চিকিৎসা

প্রকাশিত: ২২:৪৮, ২৪ আগস্ট ২০২০

দেড় হাজার করোনা রোগীর চিকিৎসা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী চালু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৩৭০ শয্যার করোনা সেন্টারে রবিবার সকাল আটটা পর্যন্ত করোনা আক্রান্ত প্রায় দেড় হাজার রোগী (১৪৯৮ জন) চিকিৎসাসেবা নিয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভর্তি হয়ে চিকিৎসাসেবা নিয়েছেন ৯৩৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৬২৭ জন। বর্তমানে ভর্তি আছেন ২০৫ জন। ২৪ ঘণ্টাই চালু রয়েছে বিএসএমএমইউর ৩৭০ শয্যার করোনা সেন্টারের চিকিৎসাসেবা ও রোগী ভর্তি কার্যক্রম। গত ৪ জুলাই থেকে ৩৭০ শয্যার এই করোনা সেন্টারে রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়। -বিজ্ঞপ্তি
×