ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানবপাচারের অভিযোগ, গ্রেফতার নারীর জামিন

প্রকাশিত: ২২:৪৭, ২৪ আগস্ট ২০২০

মানবপাচারের অভিযোগ, গ্রেফতার নারীর জামিন

স্টাফ রিপোর্টার ॥ লিবিয়ার মিজদা শহরে মানব পাচারকারীদের গুলিতে ২৬ বাংলাদেশী নিহতের ঘটনায় মানবপাচারের অভিযোগে ঢাকায় গ্রেফতার হওয়া নূরজাহান নামের এক নারীর জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। অন্যদিকে স্ত্রীকে নির্যাতন ও ভ্রুণ হত্যার অভিযোগে দায়ের করা মামলায় র‌্যাব সদর দফতর থেকে বদলি হওয়া পুলিশের এএসপি নাজমুস সাকিব হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো রবিবার এ আদেশ দিয়েছে। হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ (ভার্চুয়াল) নূরজাহানের জামিন মঞ্জুর করে আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রবিউল আলম বুদু। ভ্রুণ হত্যায় জামিন পেলেন পুলিশ কর্মকর্তা ॥ স্ত্রীকে নির্যাতন ও ভ্রুণ হত্যার অভিযোগে দায়ের করা মামলায় র‌্যাব সদর দফতর থেকে বদলি হওয়া পুলিশের এএসপি নাজমুস সাকিব হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। বিচারপতি শেখ মোঃ জাকির হোসেন ও বিচারপতি জাহিদ সরওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে আত্মসমর্পণ করে তিনি জামিন নেন।
×