ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অভিমানী কিশোরের আত্মহত্যা

ছাদ থেকে পানির ট্যাঙ্ক ভেঙ্গে পড়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ২২:৪৬, ২৪ আগস্ট ২০২০

ছাদ থেকে পানির ট্যাঙ্ক ভেঙ্গে পড়ে গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কমলাপুরে ছয়তলা বাসার ছাদের পানির ট্যাঙ্ক ভেঙ্গে পাশের টিনশেড বাড়ির ওপর পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আগারগাঁওয়ে এক কিশোর আত্মহত্যা করেছে। এদিকে তেজগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যান চালকের নিহত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর আগারগাঁও তালতলা এলাকায় আরমান (১৩) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। তার বাবার নাম মোবারক হোসেন। গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলায়। সে পশ্চিম আগারগাঁও তালতলার একটি বাসায় পরিবারের সঙ্গে ভাড়া থাকত। আরমানের বড় ভাই মোঃ হিরা জানান, ছোট ভাই আরমান তালতলা এলাকার একটি ওয়ার্কশপে কাজ করত। বেশ কিছুদিন ধরে সে এলাকার কিছু বখাটে ছেলেদের সঙ্গে চলাফেরা শুরু করে। তাদের সঙ্গে চলে সে নেশা করা শুরু করে। বিষয়টি জানতে পেরে বাবা মোবারক হোসেন শনিবার রাতে আরমানকে বকাঝকা করে এবং চড় থাপ্পড় মারে। এতে অভিমানে আরমান বাথরুমে ঢুকে কাপড় রাখার হ্যাঙ্গারের সঙ্গে গামছা দিয়ে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেয়। বাথরুমে দেরি হতে দেখে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে রাত সাড়ে ১২টার দিকে আরমানকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। সে সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে রাজধানীর উত্তর কমলাপুরে ছয়তলা বাসার ছাদের পানির ট্যাঙ্ক ভেঙ্গে পাশের টিনশেড বাড়ির ওপর পড়ে রিমা আক্তার (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত রিমার জা সৈয়দা নাসিম আরা জানান, রিমার স্বামীর নাম আহসান উল্লাহ। তিনি তিন সন্তানের জননী ছিলেন। সপরিবারের উত্তর কমলাপুর ৫৯/৫ নম্বর বাসায় থাকতেন। তিনি জানান, শনিবার রাতে নিজের বাসার কাছেই বাবার বাসায় ছিলেন রিমা। এ সময় পাশের ছয়তলা ভবনের ওপরের পানির হাউজটি ভেঙ্গে তাদের টিনশেড বাড়ির ওপরে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা রিমা আক্তারের ওপর চাপা পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীররাতে তার মৃত্যু হয়। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম গাজী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছয়তলার ছাদে সিমেন্ট দিয়ে তৈরি পানির হাউজ ধসে পড়ে পাশের একটি টিনশেড বাড়িতে। এতে রিমা নামে এক নারীর মৃত্যু হয়েছে। তদন্ত চলছে। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, রবিবার সকালে ঢামেক মর্গে রিমার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু ॥ এদিকে রাজধানীর তেজগাঁও শাহীন কলেজের সামনে মোটরসাইকেলের ধাক্কায় নজরুল (৪০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুজন আহত হয়েছেন। পরে পুলিশ ভ্যানচালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তেজগাঁও থানার ওসি (তদন্ত) আবুল হাসান খন্দকার জানান, শনিবার গভীররাতে তেজগাঁও শাহীন কলেজ সংলগ্ন রাস্তায় ভ্যানচালক নজরুল তার ভ্যানে করে একটি ফার্নিচার নিয়ে যাচ্ছিলেন। পাশাপাশি একটি মোটরসাইকেল ওভারটেক করার সময় তা নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যান ও মোটরসাইকেল উল্টে যায়। এ সময় ভ্যান থাকা ফার্নিচার মালামাল চাপা পড়ে ঘটনাস্থলেই ভ্যানচালক নজরুলের মৃত্যু হয়।
×