ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বন্দর ছাড়ার আগে কাত হয়ে গেছে বিদেশী জাহাজ

প্রকাশিত: ২২:৪৬, ২৪ আগস্ট ২০২০

বন্দর ছাড়ার আগে কাত হয়ে গেছে বিদেশী জাহাজ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রবিবার সকালের দিকে চট্টগ্রাম বন্দরের ১১নং জেটিতে কন্টেনারবোঝাই একটি বিদেশী জাহাজ কাত হয়ে গেছে। পানামার পতাকাবাহী কন্টেনার ‘ওইএল হিন্দ’ নামের জাহাজটি ৮ থেকে ১০ ডিগ্রী কাত হয়ে যায় জেটিতে। রফতানি পণ্যবোঝাই ও খালিসহ জাহাজটিতে মোট ৯৬৪ টিইইউএস কন্টেনার রয়েছে। এটি রবিবার বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। বন্দর সূত্র জানিয়েছে, ১৮৪ দশমিক ১০ মিটার এবং সাড়ে ৮মিটার ড্রাফটের এ জাহাজটিতে সম্পূর্ণভাবে কন্টেনারবোঝাই করা হয়। রবিবার সকালের পর জোয়ারের সময় এটি জেটি ত্যাগের কথা ছিল। সকাল সাড়ে ৭টার দিকে জাহাজটি আকস্মিকভাবে ভারসাম্য হারিয়ে ধীরে ধীরে কাত হয়ে যায়। ফলে জাহাজটির বন্দর ত্যাগের অনুমতি বাতিল করা হয়েছে। জাহাজটিকে নিয়ন্ত্রণে আনার জন্য পাঁচ শ’ টনের ২০টি কন্টেনার নামানোর কাজ শুরু হয়েছে। এরপর বেসরকারী ইন্ডিপেনডেন্ট সার্ভেয়ার দিয়ে রিপোর্টের পর জাহাজটির বন্দর ত্যাগের অনুমতির বিষয়টি আসবে। এ জাহাজের স্থানীয় এজেন্ট জিবিএক্স। সূত্রে জানানো হয়েছে, জাহাজের ক্যাপ্টেন ও ক্রুরা কন্টেনার লোড করার সময় জাহাজের ভারসাম্যের বিষয়টি তদারকি করেন। এরপরও ওইএল হিন্দ নামের পানামার পতাকাবাহী এ জাহাজটি কি কারণে কাত হয়েছে তা বন্দর কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।
×