ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে নর্দমার পানিতে টাকা!

প্রকাশিত: ০০:৪৫, ২৩ আগস্ট ২০২০

রাজশাহীতে নর্দমার পানিতে টাকা!

জনকণ্ঠ ডেস্ক ॥ রাজশাহীর এক নর্দমায় মানুষকে ভেসে যাওয়া টাকা কুড়াতে দেখেছেন সেখানকার পুলিশ কর্মকর্তা। শনিবার দুপুরে রাজশাহী রেল স্টেশনের পূর্ব দিকে রেলওয়ে হাসপাতালের সীমানা প্রাচীর ঘেঁষা এক নর্দমায় টাকা পাওয়ার খবর ছড়িয়ে পড়ে। মুহূর্তে শত শত উৎসুক মানুষ সেখানে ভিড় করে। এ সময় অনেককেই নর্দমার ময়লা পানিতে নেমে টাকা কুড়াতে দেখা যায়। খবর বিডিনিউজের। বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, খবর পেয়ে সেখানে যাই। দেখি অনেক লোক নর্দমার পানিতে নেমে টাকা কুড়াচ্ছে। লোকজনের সঙ্গে কথা বলে মনে হয়েছে লাখ খানেক টাকা তো হবে। এখনও আমরা জানি না টাকাগুলো আসলে কার। সড়ক পরিবহনের টাকা কিনা তা-ও নিশ্চিত না। এজন্য আমি নিজেই থানায় জিডি করে তদন্তটি অব্যাহত রেখেছি। তবে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ বলছে, দুপুরের দিকে তারা রাজশাহী রেল স্টেশনের পূর্ব দিকে রেলওয়ে হাসপাতালের সীমানা প্রাচীর ঘেঁষে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে গত দশ বছরের পুরনো কাগজপত্র রেখেছিল। সেখান থেকে পাশের নর্দমায় কিছু কাগজপত্র পড়ে যায়। সেই কাগজপত্রের মধ্যে টাকা থাকলে সেখান থেকে নর্দমায় পড়ে যেতে পারে। রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, আমরা খুবই বিব্রতকর অবস্থায় পড়ে গেছি। ভাবতেই পারিনি পুরনো কাগজের ভেতর টাকা থাকতে পারে।
×