ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একাদশ-দ্বাদশ শ্রেণির হিসাববিজ্ঞান

প্রকাশিত: ২৩:৫২, ২৩ আগস্ট ২০২০

একাদশ-দ্বাদশ শ্রেণির হিসাববিজ্ঞান

প্রভাষক-হিসাববিজ্ঞান বিভাগ সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা মোবাইল : ০১৯২৬২৬৯৯৪৯ প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথম পত্রের হিসাববিজ্ঞান পরিচিতি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেয়া হলো- পূর্ব প্রকাশের পর ৪৬। চূড়ান্ত হিসাব প্রস্তুতের পূর্বে প্রস্তুত করা হয় উত্তরঃ রেওয়ামিল। ৪৭। মুনাফা সংক্রান্ত হিসাবগুলোর পরে প্রস্তুত করা হয় উত্তরঃ উদ্বৃত্তপত্র। ৪৮। আন্তর্জাতিক হিসাবমান ২৬ বলবত রয়েছে উত্তরঃ ১৯৮৭ সালের ১ জানুয়ারি থেকে। ৪৯। দুই বা ততোধিক কোম্পানি একত্রীভূত হলে তাকে উত্তরঃ কারবারী জোট বলে। ৫০। রাষ্ট্রীয় বা জাতীয় ক্ষেত্রে আর্থিক অবস্থার ফলাফল প্রকাশ করে উত্তরঃ পাবলিক হিসাববিজ্ঞান। ৫১। জাতীয় বাজেট প্রণয়নে সহায়তা করে উত্তরঃ পাবলিক হিসাববিজ্ঞান। ৫২। জাতীয় বাজেট প্রণয়নে সহায়তা করে না উত্তরঃ প্রাইভেট হিসাববিজ্ঞান। ৫৩। হিসাববিজ্ঞান পেশার ক্ষেত্রকে প্রধানত ভাগ করা যায় উত্তরঃ ৪ ভাগে। যথাÑ ১. পাবলিক হিসাববিজ্ঞান ২. প্রাইভেট হিসাববিজ্ঞান ৩. সরকারি হিসাববিজ্ঞান ৪.অমুনাফাভোগী হিসাববিজ্ঞান। ৫৪। কারবারের দৃষ্টিকোণ থেকে মুনাফা উত্তরঃ দায়। ৫৫। হিসাবশাস্ত্রে উবনরঃ ও ঈৎবফরঃ বলতে বোঝায় উত্তরঃ উঁব ভৎড়স ্ উঁব ৎবংঢ়বপঃরাবষু. ৫৬। হিসাবরক্ষণের ইতিহাসে উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হয় উত্তরঃ মধ্যযুগে। ৫৭। নিরীক্ষা শাস্ত্র, কোম্পানি আইন, উৎপাদন ব্যয় হিসাব, সরকারী হিসাব ব্যবস্থা, আয়কর আইন ইত্যাদি হিসাব ব্যবস্থা প্রতিষ্ঠা লাভ করে উত্তরঃ বিশ্লেষণকালে (১৮০০-১৯৫০)। ব্যাংকিং ব্যবস্থায় প্রবর্তন ঘটে উত্তরঃ প্রাক বিশ্লেষণকালে। ৫৮। হিসাববিজ্ঞানের ভিত্তি উত্তরঃ দুটি। যথা : ১. নগদ ভিত্তি ২. বকেয়া ভিত্তি ৫৯। আধুনিক হিসাববিজ্ঞান প্রতিষ্ঠিত উত্তরঃ বকেয়া ভিত্তি/ প্রাপ্য ও প্রদেয় ভিত্তি। ৬০। হিসাববিজ্ঞানের মূল উদ্দেশ্য উত্তরঃ সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। ৬১। অপপড়ঁহঃরহম শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ উত্তরঃ “ঈধষপঁষর” যার অর্থ গণনা করা। ৬২। হিসাববিজ্ঞানের জনক বা আবিষ্কারক হচ্ছে উত্তরঃ লুকা প্যাসিওলি। ৬৩। হিসাবের ক্ষুদ্রতম একক হচ্ছে উত্তরঃ ভাউচার। ৬৪। হিসাবলিখনের প্রাথমিক স্তর বা ব্যবহারিক দিক হচ্ছে উত্তরঃ হিসাবরক্ষণ। ৬৫। হিসাববিজ্ঞানের ভিত্তি প্রস্তর হলো হিসাবরক্ষণের তত্ত্ব ও অনুশীলন এ কথা বলেছেন উত্তরঃ এফডব্লিউ. পিক্সল। ৬৬। হিসাবরক্ষণের প্রধান উদ্দেশ্য উত্তরঃ লেনদেন লিপিবদ্ধ করা। ৬৭। হিসাবরক্ষণ মূলত দুই ধরনের উত্তরঃ ক. একতরফা দাখিলা হিসাবরক্ষণ খ. দু’তরফা দাখিলা হিসাবরক্ষণ। ৬৮। তুলনাযোগ্যতা হিসাববিজ্ঞানের একটি উত্তরঃ বৈশিষ্ট্য। ৬৯। হিসাববিজ্ঞান উত্তরঃ একটি তথ্য পদ্ধতি। ৭০। ওঅঝই একটি আন্তর্জাতিক উত্তরঃ হিসাব সংস্থা। ৭১। হিসাববিজ্ঞানের বিভিন্ন ভাবমূর্তিকে ছয়টি শ্রেণিতে ভাগ করেছেন উত্তরঃ আহমেদ বেলকেওয়াই। ৭২। ব্যবস্থাপক হিসাববিজ্ঞান উত্তরঃ অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী। ৭৩। উদ্ভাবনকালে হিসাববিজ্ঞানের পরিপূর্ণ বিকাশ ঘটে উত্তরঃ ইংল্যান্ডে ও আয়ারল্যান্ডে। ৭৪। লেনদেন হওয়ার শর্ত উত্তরঃ ১। আর্থিক অবস্থার পরিবর্তন ২। অর্থের মাপকাঠিতে নিরূপণযোগ্য, ৩। সর্বদা দৃষ্টিগোচরযোগ্য স্বয়ং স্বতন্ত্র হতে হবে। ৭৫। ব্যক্তি এবং প্রতিষ্ঠানগত দৃষ্টিকোণ হতে লেনদেনকে ভাগ করা যায় উত্তরঃ ২ ভাগে ক. বহিঃস্থ লেনদেন খ. আন্তঃ লেনদেন ৭৬। লেনদেন উত্তরঃ হিসাববিজ্ঞানের মূল উপাদান। ৭৭। প্রধান ক্যাশিয়ার কর্তৃক খুচরা ক্যাশিয়ারকে টাকা প্রদান করলে তা হচ্ছে উত্তরঃ দৃশ্যমান/নগদ/অভ্যন্তরীণ লেনদেন। ৭৮। দৃশ্যমানতাভিত্তিক লেনদেন উত্তরঃ দুই প্রকার। যথা : ১. দৃশ্যমান লেনদেন ২. অদৃশ্যমান লেনদেন। ৭৯। দৃশ্যমান লেনদেন উত্তরঃ নগদ ক্রয়, ধারে ক্রয়, নগদ প্রাপ্তি, নগদ পরিশোধ, নগদ বিক্রয়, ধারে বিক্রয়, আসবাবপত্র ক্রয়, দালানকোঠা ক্রয় ইত্যাদি। ৮০। অদৃশ্যমান লেনদেন উত্তরঃ অবচয়, অবহারে শেয়ার ইস্যু, অনাদায়ী দেনা ধার্য, কুঋণ অবলোপন, কুঋণ ব্যবস্থাকরণ ইত্যাদি।
×