ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাইবার বুলিংয়ের শিকার সোনাক্ষী

প্রকাশিত: ২৩:৪০, ২৩ আগস্ট ২০২০

সাইবার বুলিংয়ের শিকার সোনাক্ষী

সংস্কৃতি ডেস্ক ॥ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর দুই মাস পার হলেও একটুও কাটেনি তার অপমৃত্যুর রেশ। নেটিজেনরা দিন দিন বেপরোয়া আচরণ করেছে বলিউডের স্টার কিডদের ওপর। হত্যা কিংবা ধর্ষণের মতো ভয়াবহ হুমকি দিয়ে আসছে এই সময়ের প্রতিষ্ঠিত সব তারকা সন্তানকে। রোষের তোরে মহেশ ভাটের বড় কন্যা পুজা ভাট তার ইনস্টাগ্রাম এ্যাকাউন্ট বন্ধ রেখেছেন। এদিকে বলিউডের দাবাং খ্যাত অভিনেত্রী সোনাক্ষী সিন্হা ভয়াবহ সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন। গত ৭ আগস্ট ইনস্টাগ্রামে অনলাইন সাইবার বুলিং প্রতিরোধের উদ্দেশে মিশন জোশের সঙ্গে মিলিত হয়ে ‘আব বাস’ নামে একটি ক্যাম্পেনের সঙ্গে যুক্ত হন। সেখানে একটি ভিডিও প্রকাশ করে সোনাক্ষী সিনহা। ভিডিও প্রকাশ করার পরই ‘ভার্চুয়াল শ্লীলতাহানির’ শিকার হন শত্রুঘœ তনয়া। ভিডিওতে শশীকান্ত যাদব নামে এক ব্যক্তি অশালীন মন্তব্য করে। গত ১৪ আগস্ট সোনাক্ষী ও তার পুরো টিম মুম্বাই পুলিশের সাইবার সেলে অভিযোগ জানান। গতকাল তার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। বিষয়টি নিজে ইনস্টাগ্রামে জানিয়েছেন সোনাক্ষী।
×