ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আড়াই কোটি টাকার চশমা

প্রকাশিত: ২২:৫২, ২৩ আগস্ট ২০২০

আড়াই কোটি টাকার চশমা

যুক্তরাজ্যের এক ব্যক্তির বাসার ড্রয়ারে প্রায় ৫০ বছর পড়ে ছিল ভারতের স্বাধীনতার নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর এক জোড়া চশমা। সেই চশমা জোড়া নিলামে আড়াই কোটি টাকার (দুই লাখ ৬০ হাজার পাউন্ড) বেশি মূল্যে বিক্রি হয়েছে। শুক্রবার ছয় মিনিটের টেলিফোন নিলামে মার্কিন এক সংগ্রাহক চশমা জোড়া কিনে নেন। নিলামকারী এ্যান্ড্র স্টো বলেন, গান্ধীর চশমা জোড়ার মালিক ব্রিটেনের ম্যাঙ্গোসফিল্ড এলাকার এক বয়স্ক ব্যক্তি। তাদের এক আত্মীয় ১৯২০ এর দশকে দক্ষিণ আফ্রিকায় মোহনদাস করমচাঁদ গান্ধীর সঙ্গে দেখা করার পর থেকে কয়েক প্রজন্ম ধরে চশমা জোড়া এই পরিবারে রয়েছে। লকডাউনের সময় তিনি বাসা পরিষ্কার করতে গিয়ে চশমা জোড়া খুঁজে পান। ধারণা করা হয়েছিল এই চশমা জোড়া সর্বোচ্চ ১৫ হাজার পাউন্ডে (১৫ লাখ টাকার বেশি) বিক্রি হতে পারে। কিন্তু সেটির দাম যে এত বেশি হবে তা ভাবেননি বিক্রেতা। ইস্ট ব্রিস্টল অকশন হাউসের জন্য এটা একটা রেকর্ড।-বিবিসি বাংলা
×