ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১৫ ও ২১ আগস্টের হত্যাকা-ে একটি কমিশন গঠন করা জরুরী ॥ গাফফার চৌধুরী

প্রকাশিত: ২২:৫১, ২৩ আগস্ট ২০২০

১৫ ও ২১ আগস্টের হত্যাকা-ে একটি কমিশন গঠন করা জরুরী ॥ গাফফার চৌধুরী

বিশেষ প্রতিনিধি ॥ ১৫ ও ২১ আগস্টের হত্যাকা- একই সূত্রে গাঁথা। এই দুই হত্যাকা-ে পেছন থেকে যারা ষড়যন্ত্র করেছে এবং এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদের চিহ্নিত করতে দক্ষিণ আফ্রিকার ট্রুথ কমিশনের আদলে একটি কমিশন গঠন করা জরুরী। না হলে ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেয়ার ষড়যন্ত্র অব্যাহতভাবে চালিয়ে যাবে। শুক্রবার রাতে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক ও অমর একুশের গানের রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী। যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এবং প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আলোচনায় অংশ নিয়ে আবদুল গাফ্ফার চৌধুরী বলেন, পনেরো আগস্ট এবং একুশ আগস্টের হত্যাকা- একই সূত্রে গাঁথা। এই দুই ঘটনায় সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বিচার হয়েছে। এই দুই হত্যাকা-ের পেছনে থেকে যারা ষড়যন্ত্র করেছে এবং এখনও করে যাচ্ছে তাদের চিহ্নিত করতে দক্ষিণ আফ্রিকার ট্রুথ কমিশনের আদলে একটি কমিশন গঠন করা জরুরী। না হলে ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেয়ার ষড়যন্ত্র অব্যাহতভাবে চালিয়ে যাবে। তিনি বলেন, একুশ আগস্ট আমাদের জাতীয় জীবনে বিরাট কলঙ্কের ছাপ রেখে গেছে। ২১ আগস্ট নতুন কোন ষড়যন্ত্র নয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ৩ নবেম্বর হত্যাকা-ের ধারাবাহিকতায় ঘটেছে ২১ আগস্ট হামলা। ১৫ আগস্ট যে কারণে নিষ্ঠুর হত্যাকা- হয়েছিল, সেই একই কারণে ২১ আগস্টের ঘটনা ঘটানো হয়েছিল। আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে মোশতাক-জিয়া চক্র বাংলাদেশকে নব্য পাকিস্তানে পরিণত করার যে ষড়যন্ত্র হয়েছে, ঠিক তেমনিভাবে সরকারী মদদে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে একুশ আগস্টের হামলা চালায়। ওই সময় সংসদে তৎকালীন বিরোধী দলের নেতার ওপর এই হামলার ঘটনা নিয়ে আলোচনার কোন সুযোগ দেয়া হয়নি। কারণ তাহলে তাদের মুখোশ উšে§াচিত হয়ে যেত। এসবই প্রমাণ করে ওইদিনের হত্যাকা-ের সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততা ছিল। ড. হাছান মাহমুদ বলেন, ২১ আগস্টের হত্যাকা-টি ছিল একটি পরিকল্পিত হত্যাকা-। সেদিন তৎকালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনাসহ দলের নেতৃবৃন্দকে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করা হয়েছিল। সেদিনের ঘটনাটি ঘটেছিল প্রকাশ্য দিবালোকে। আর তখন শেখ হাসিনা ছিলেন সংসদে বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলের সভাপতি। তিনি বলেন, একাত্তরের পরাজিত শক্তি যারা এদেশের স্বাধীনতা চায়নি, তারা ’৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করেছে। ২১ আগস্টেও হাওয়া ভবনের প্রত্যক্ষ মদদে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করা হয়েছিল। যার সবকিছুই পরবর্তীতে তদন্তে বেরিয়ে এসেছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এবং দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়–য়া।
×