ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিয়ামতপুরে চুরি যাওয়া দেড় লাখ টাকা ও ৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২

প্রকাশিত: ২১:৪০, ২২ আগস্ট ২০২০

নিয়ামতপুরে চুরি যাওয়া দেড় লাখ টাকা ও ৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের শালবাড়ী গ্রামে অবস্থিত আমান গ্রুপের প্রতিষ্ঠান আনোয়ারা পোল্ট্রি এন্ড হ্যাচারী লিঃ হতে চুরি যাওয়া ১ লাখ ৭৯ হাজার টাকার মধ্যে ১ লাখ ৫০ হাজার টাকা উদ্ধারসহ এক চোরকে আটক করেছে নিয়ামতপুর পুলিশ। এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টায় আনোয়ারা পোল্ট্রি এন্ড হ্যাচারী লিঃ এর সহকারী ব্যবস্থাপক মোঃ মতিউল হাসান তার অফিস কক্ষে ১ হাজার টাকার নোট ১০০টির একটি বান্ডিল, ৫০০ টাকা নোট ১০০টির একটি বান্ডিল, ১০০ টাকার নোট ২০০ টির দুইটি বান্ডিলসহ খুচরা ৯ হাজার ৫০ টাকা মোট ১ লাখ ৭৯ হাজার ৫০ টাকা রেখে হ্যাচারীতে অবস্থিত বাসভবনে যায়। পরদিন সকাল ৮টায় অফিসে এসে ভেতর থেকে দরজা লক দেখে স্টোর অফিসার, সিকিউরিটি গার্ডকে ডেকে দেখালে তারা উপরে সিলিং ভাংগা পায়। বন্ধ দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখতে পায় আলমারীর পাল্লা খোলা। আলমারীতে রাখা ১ লাখ ৭৯ হাজার ৫০ টাকা চুরি হয়ে গেছে। ওই রাতে টহলরত অবস্থায় নিয়ামতপুর থানার এএসআই রুহুল আমীন ও সঙ্গীয় ফোর্স রাত আড়াইটায় গাবতলী ব্রীজের নিকট ১ লাখ ৫০ হাজার টাকা এবং ২ কয়েল ইলেক্ট্রিক তার (যার মূল্য ৬ হাজার) সহ ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও উপজেলার মাতৃগাঁও গ্রামের মোঃ এজাকুল হকের ছেলে শাহ আলম (২৫) কে আটক করে। সকালে আনোয়ারা পোল্ট্রি এন্ড হ্যাচারীর সহকারী ব্যবস্থাপক মোঃ মতিউল হাসান সংবাদ পেয়ে থানায় এসে আটক শাহ আলম ও টাকাগুলোকে চিহ্নিত করেন। অপরদিকে থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবিরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোশারফ হোসেন, আমিনুল ইসলাম, রুহুল আমীন, কারুজ্জামান ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের মহিষকুড়ি গ্রামের জনৈক মৃত- বাবুলালের ছেলে শ্রী রায়বরের বাড়ির উত্তর পার্শে¦ থেকে ৫ গ্রাম হেরোইন (যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা)সহ উপজেলার সদর ইউনিয়নের মহিষকুড়ি হঠাৎপাড়ার গুল মোহাম্মাদের ছেলে পলাশ (২৬) কে গ্রেফতার করে। পলাশের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
×