ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অক্সফোর্ডের টিকা ভারতে এ বছরই পাওয়ার আশা

প্রকাশিত: ২৩:১৫, ২০ আগস্ট ২০২০

অক্সফোর্ডের টিকা ভারতে এ বছরই পাওয়ার আশা

এই বছরের মধ্যেই ভারতীয়রা অক্সফোর্ডের গবেষকদের উদ্ভাবিত কোভিড-১৯ টিকা পাবেন বলে আশা করা হচ্ছে। টিকাটি উৎপাদনে ভারতের একটি প্রতিষ্ঠানও সহযোগী হিসেবে রয়েছে। সেরাম ইনস্টিটিউটি অব ইন্ডিয়ার (এসআইই) কর্মকর্তাদের উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়া বুধবার এই খবর দিয়েছে। যুক্তরাজ্যের ওষুধ কোম্পানি এ্যাস্ট্রাজেনকার সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অক্সফোর্ডের টিকাটি উৎপাদন করবে ভারতের পুনেভিত্তিক এই প্রতিষ্ঠান। সেরাম ইনস্টিটিটিউটের এক কর্মকর্তা বলেন, ‘যদি টিকাটি ভারতে উৎপাদনের অনুমোদন পায়, তার মানে হলো টিকাটি দেয়া যাবে।’ এনডিটিভি। সেরামের সঙ্গে এ্যাস্ট্রাজেনকার উৎপাদন সংক্রান্ত চুক্তি অনুযায়ী, মোট উৎপাদনের অর্ধেক ভারতে ব্যবহার করতে চায় তারা। এই টিকাটি পেতে বাংলাদেশও আগ্রহী; এর পরীক্ষামূলক প্রয়োগের অংশীদার হতে চাওয়ার কথা ইতোমধ্যে ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে। প্রাথমিক পরীক্ষাগুলোতে সাফল্যের মুখ দেখার পর মানবদেহে প্রয়োগের চূড়ান্ত পরীক্ষায় পর্যায়ে রয়েছে ‘কোভিশিল্ড’ নামের টিকাটি। ইতোমধ্যেই বিভিন্ন দেশে অক্সফোর্ডের ওই টিকাটির প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষা শেষ হয়েছে। ইতিবাচক ফলও মিলেছে তাতে। নিয়মানুযায়ী কোন বিদেশী সংস্থার টিকা ভারতের বাজারে ছাড়তে হলে সে দেশের জনগণের উপরে তা পরীক্ষা করে দেখার নিয়ম রয়েছে। সে কারণেই সেরাম ভারতে ‘কোভিশিল্ড’ টিকাটির তৃতীয় ধাপের পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের ১৭ এলাকায় ১ হাজার ৬০০ জনের উপর টিকাটির পরীক্ষামূলক প্রয়োগ শুরু হতে যাচ্ছে। ১৮ থেকে ৫০ বছর বয়সী সুস্থ ও নিরোগ স্বেচ্ছাসেবকদের দু’দফায় ওই টিকা দেয়া হবে। এ জন্য ১৪ দিন তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে এবং পর্যবেক্ষণে রাখা হবে প্রায় দু’মাস। তারপর ওই পরীক্ষার ফল ও বিশ্বের অন্য প্রান্তে হওয়া পরীক্ষার ফল খতিয়ে দেখে তবেই এই টিকা বাজারে ছাড়ার প্রশ্নে সিদ্ধান্ত নেবে অক্সফোর্ড ইউনিভার্সিটি।
×