ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কর্মস্থলে মাস্ক বাধ্যতামূলক করল ফ্রান্স

প্রকাশিত: ২৩:১৩, ২০ আগস্ট ২০২০

কর্মস্থলে মাস্ক বাধ্যতামূলক করল ফ্রান্স

নতুন করে সংক্রমণ বাড়ায় বেশিরভাগ কর্মস্থলে মাস্ক পরা বাধ্যতামূলক করছে ফ্রান্স। জায়গা ভাগাভাগি করে কাজ করতে হয় এমন অফিস কিংবা কারখানায় যেখানে একাধিক মানুষ কাজ করেন; মূলত সেখানে মাস্ক বাধ্যতামূলক করা হবে। বিবিসি। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নির্দেশনা কার্যকর হবে। তবে এই তালিকা থেকে বাদ পড়বে ব্যক্তিগত অফিসগুলো। গত জুলাই থেকে ফ্রান্সে নতুন করে মহামারী করোনার উর্ধমুখী সংক্রমণ দেখা দিয়েছে। অবশ্য, ইতোমধ্যে ব্যাপক সংখ্যায় জনসাধারণ মাস্ক ব্যবহার করতে শুরু করেছেন। গত সাত দিনে গড়ে দৈনিক সংক্রমণ ছিল দুই হাজারের বেশি; যা চলতি মাসের শুরুর তুলনায় দ্বিগুণ। এক সময় করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র ইউরোপের দেশ ফ্রান্সে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা দুই লাখ ২০ হাজার। আক্রান্তদের ৩০ হাজারের বেশি মারা গেছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নতুন শনাক্ত গুচ্ছ সংক্রমণের বেশিরভাগই চিকিৎসাকেন্দ্রগুলোর বাইরের কর্মস্থলের সঙ্গে সংশ্লিষ্ট। ভাইরাসটির প্রকোপ কমার পর অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে দেশটির সরকার মানুষকে কর্মস্থলে ফিরতে উৎসাহিত করার পরপরই সংক্রমণ ফের বেড়েছে। প্রাদুর্ভাব শুরু হলে মার্চে ইউরোপে সবচেয়ে কঠোর লকডাউন জারি করে ফ্রান্স। এরপর সংক্রমণের হার কমতে শুরু করলে গত ১১ মে থেকে ধীরে ধীরে তা প্রত্যাহার হতে থাকে। এরপর জুলাইয়ে সংক্রমণ বাড়তে শুরু করলে এর আগে সরকার বদ্ধ জনসমাগমস্থলে মাস্ক বাধ্যতামূলক করেছিল। মাস্ক বাধ্যতামূলকের এ ঘোষণার আগ পর্যন্ত কাজ করার সময় সামাজিক দূরত্ব মেনে চলা সম্ভব হচ্ছে না, শুধু এমন স্থানে মাস্ক পরার নির্দেশনা ছিল।
×