ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুতিন, শি জিনপিং এরদোগান বিশ্বমানের দাবাড়ু ॥ ট্রাম্প

প্রকাশিত: ২৩:১২, ২০ আগস্ট ২০২০

পুতিন, শি জিনপিং এরদোগান বিশ্বমানের দাবাড়ু ॥ ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান হচ্ছেন ‘বিশ্বমানের দাবাড়ু’। ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন নির্বাচনে বিজয়ী হলে তাদের সঙ্গে কাজ করতে পারবেন না। সোমবার সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেইলি মেইল। ট্রাম্প বলেন, ‘শুনুন, একটা জিনিস আমি শিখেছি, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান হচ্ছেন বিশ্বমানের দাবাড়ু’, এরা সকলেই জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে স্বপ্ন দেখছেন।’ তিনি আরও বলেন, ‘সমান অংশীদার হিসেবে জো বাইডেন তাদের সঙ্গে কাজ করতে পারবেন না।’ ট্রাম্প অভিযোগ করেন, ইরানও চায় ৩ নবেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী বিজয়ী হোক।’
×