ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ ॥ ৩৩ বছর পর এমন ড্র

প্রকাশিত: ২৩:৩২, ১৯ আগস্ট ২০২০

ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ ॥ ৩৩ বছর পর এমন ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ বৃষ্টির দাপটে সাউদাম্পটন টেস্ট যে ড্র হবে সেটি আগেই অনুমান করা গিয়েছিল। কিন্তু সেটিও হয়েছে রেকর্ড কাঁপিয়ে দিয়ে। টেস্ট ক্রিকেটে প্রতিদিন ৯০ ওভার করে সাধারণ পাঁচদিনে মোট ৪৫০ ওভার খেলা হয়ে থাকে। কিন্তু ইংল্যান্ড-পাকিস্তান দ্বিতীয় টেস্টে খেলা হয়েছে মাত্র ১৩৪.৩ ওভার যা ১৯৮৭ সালের পর ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে কম ওভারের টেস্ট ম্যাচ। অর্থাৎ ৩৩ বছর পর ইংল্যান্ডে এমন ড্র দেখলো বিশ্ব। প্রথমদিন খেলা হয়েছিল ৪৫.৪ ওভার। পরদিন আরও কম, ৪০.২ ওভার। তৃতীয়দিন পুরোটাই যায় বৃষ্টির পেটে। আর চতুর্থদিন খেলা হয় মাত্র ১০.২ ওভার। শেষদিনে ৩৮.১ ওভার। প্রথম ইনিংসে পাকিস্তানের ২৩৬ রানের জবাবে ইংল্যান্ড ৪ উইকেটে ১১০ রানে ইনিংস ঘোষণা করে। ১ উইকেটে ৭ রান তুলে চতুর্থদিন শেষ করেছিল ইংল্যান্ড। সেখান থেকে সোমবার পঞ্চমদিনের খেলা শুরু করে স্বাগতিকরা। যদিও বৃষ্টির কারণে স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে খেলা শুরু হয়। জ্যাক ক্রাউলি ৫৩, ডম সিবলি ৩২ রান করে মোহাম্মদ আব্বাসের শিকারে পরিণত হন। আর পঞ্চমদিন শেষ হওয়ার ১৫ মিনিট আগে আউট হন অলি পোপ (৯)। অধিনায়ক জো রুট (৯) ও জস বাটলার শূন্যরানে অপরাজিত থাকেন। এরপর ড্র মেনে নেন দুই অধিনায়ক জো রুট ও আজহার আলি। ৭২ রানের দারুণ ইনিংসটির জন্য ম্যাচসেরা নির্বাচিত হন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। তিন টেস্টের সিরিজে ইংল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে। শুক্রবার এই সাউদাম্পটনেই শুরু ফয়সালার তৃতীয় ও শেষ টেস্ট।
×