ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় অলরাউন্ড পারফর্মেন্স দেখাতে উন্মুখ নাঈম

প্রকাশিত: ২৩:৩০, ১৯ আগস্ট ২০২০

শ্রীলঙ্কায় অলরাউন্ড পারফর্মেন্স দেখাতে উন্মুখ নাঈম

মোঃ মামুন রশীদ ॥ শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। ১৮ ছুঁই ছুঁই বয়সে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে মর্যাদার ফরমেট টেস্ট ক্রিকেট দিয়ে যাত্রা মোহাম্মদ নাঈম হাসানের। ২০১৮ সালের ডিসেম্বরে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের এলাকা বন্দরনগরী চট্টগ্রামে অভিষেক ম্যাচেই দেখিয়েছিলেন প্রত্যাশিত পারফর্মেন্স। প্রথম ইনিংসেই শিকার করেন ৫ উইকেট। তবে বাংলাদেশ দলে বাঁহাতি স্পিনারদের ওপর নির্ভরতা বেশি থাকা এবং আরেক অফস্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ অনেক বেশি আস্থাভাজন হয়ে উঠেছিলেন। তাছাড়া উইকেটের ধরন ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রাখতে অনেক ম্যাচই খেলা হয়নি তার। তবে নিয়মিতই টেস্ট দলের সঙ্গে আছেন এই তরুণ। মহামারী করোনাভাইরাসের প্রকোপে ৪ মাসেরও বেশি মাঠের বাইরে কাটানোর পর অনুশীলন শুরু করেছেন অন্যদের মতো নাঈমও। টেস্ট দিয়েই আবার ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল আগামী অক্টোবরে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেখানে নিশ্চিতভাবেই দলে থাকবেন ডানহাতি অফস্পিনার নাঈম। তবে একাদশে নিয়মিত হওয়ার জন্য এখন অলরাউন্ডার হিসেবেও নিজেকে প্রমাণ করতে চান তিনি। সে জন্য বোলিংয়ের পাশাপাশি নিয়মিতই ব্যাটিং নিয়েও মনোযোগ দিয়ে কাজ করছেন নাঈম। প্রতিযোগিতাটা নিজ দলেই, যেখানে নাঈমের প্রতিদ্বন্দ্বী দুই বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম এবং অফস্পিন অলরাউন্ডার মিরাজ। অন্য তিনজনের চেয়ে অভিজ্ঞতায় অনেক পিছিয়ে তিনি। বল হাতে প্রভাব খাটালেও বেশি বেশি উইকেট তুলে নেয়া কঠিনই এ প্রতিযোগিতায়। সামনে নাঈমের জন্য সুযোগ আসছে আরেকটি। মার্চে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে বাংলাদেশ, টেস্ট খেলেছে ফেব্রুয়ারিতে। সর্বশেষ সেই টেস্টে জিম্বাবুইয়ের বিরুদ্ধে খেলেছেন নাঈম। সেই টেস্টে ৯ উইকেট ঝুলিতে পুরে নিজের অপরিহার্যতা প্রমাণ করেছিলেন। এরপর করোনাভাইরাসের দাপটে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ। তবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে ১৬ মার্চ একটি ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচে বল হাতে মাত্র ১ উইকেট নিতে পারলেও ব্যাট হাতে অপরাজিত ৪৬ রানের দারুণ এক ইনিংস উপহার দিয়েছিলেন। সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট সেটাই। ব্যাটিংয়ে তার পারদর্শিতা রয়েছে তা বিভিন্ন সময়েই প্রমাণ দিয়েছেন। তবে বোলিংয়ে এ দীর্ঘদেহী ক্রিকেটারের ওপর যে কোন দলের নির্ভরতা অনেক বেশি। তাই ব্যাট হাতে নিজেকে প্রমাণ করার তেমন সুযোগই পাননি। কিন্তু এখন প্রতিযোগিতা করে টেস্ট একাদশে ঠাঁই পেতে হলে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও কিছু করে দেখাতে হবে নাঈমকে। নিজের সামর্থ্যটা নাঈম জানেন। সেই সামর্থ্য প্রমাণের জন্য করোনা পরিস্থিতির মধ্যেও নিজেকে ঝালিয়ে নিতে চেষ্টা করেছেন। অনুশীলন বন্ধ থাকার সময়ও ব্যাটিং অনুশীলন করেছেন। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে একক অনুশীলন শুরুর পর থেকেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঘাম ঝরাচ্ছেন তিনি। মূল কাজ বোলিং, তবে ব্যাট হাতেও দলের জন্য পারফরর্মেন্স করতে চান তিনি। এখন সেভাবে সুযোগ না পেলেও ১৯ বছর বয়সী এই তরুণের বিশ্বাস অলরাউন্ডার হিসেবে নিজেকে একদিন প্রমাণ করতে পারবেন তিনি। সে কাজে তাকে সাহায্য করছেন বিসিবির কোচ মোমিনুল হক। নাঈম বলেন, ‘ব্যাটিং নিয়ে লকডাউনের আগে কাজ করা হচ্ছিল। এখন তো ওইভাবে সুযোগ পাচ্ছি না। আমার ইচ্ছা আছে অলরাউন্ডার হওয়ার। সুযোগ পেলে চেষ্টা করব। ওই রকম হতে হলে তো একদিনে হবে না, আস্তে আস্তে চেষ্টা করতে হবে। সুযোগ পেতে হবে, আর সেখানে নিজেকে প্রমাণ করতে হবে।’ এখন তার লক্ষ্য মাঠে ক্রিকেট ফিরলেই যেন নিজের শতভাগ দিতে পারেন। ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ টেস্ট দল, ২৪ অক্টোবর প্রথম টেস্ট দিয়ে আবার ক্রিকেটে ফিরবে পুরো দলই। টেস্ট দলের নিয়মিত সদস্য হিসেবে এখন এই শ্রীলঙ্কা সফরেই নিজের সামর্থ্য প্রমাণের জন্য উন্মুখ হয়ে আছেন নাঈম।
×