ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

২২ বছর পর ফাইনালে ইন্টার মিলান

প্রকাশিত: ২৩:২৯, ১৯ আগস্ট ২০২০

২২ বছর পর ফাইনালে ইন্টার মিলান

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ ২২ বছর পর উয়েফা ইউরোপা লীগ ফুটবলের ফাইনালে নাম লিখিয়েছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। সোমবার রাতে জার্মানির ডুসেলডর্ফে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ইউক্রেনের ক্লাব শাখতার ডোনেস্ককে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার। বিজয়ী দলের হয়ে দু’টি করে গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাওটারো মার্টিনেজ ও বেলজিয়াম ফরোয়ার্ড রোমেলু লুকাকু। এর ফলে লুকাকু ইউরোপা লীগে টানা ১০ ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন। ইন্টারের অপর গোলটি করেন ইতালিয়ান ডিফেন্ডার ডানিলো ডি’এ্যা¤্রাোসিও। আগামী শুক্রবার রাতে জার্মানির কোলনে শিরোপা নির্ধারণী ফাইনালে স্প্যানিশ ক্লাব সেভিয়ার মুখোমুখি হবে ইন্টার। ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড সর্বোচ্চ ষষ্ঠবার ফাইনালে উঠে এসেছে সেভিয়া। এর আগে সর্বশেষ ১৯৯৮ সালে টুর্নামেন্টের ফাইনালে খেলে চ্যাম্পিয়ন হয়েছিল ইন্টার মিলান। দলটি বাকি দুইবার চ্যাম্পিয়ন হয়েছে ১৯৯১ ও ১৯৯৪ সালে। এছাড়া ১৯৯৭ সালে রানার্সআপ হয় নেজ্জারুরা। ২০১০ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়ের পর গত এক দশক কোন ট্রফির দেখা পায়নি ইন্টার। কোচ এ্যান্টোনিও কন্টের অধীনে বদলে যাওয়া দলটি এবারের সিরি’এ লীগে মাত্র এক পয়েন্টের জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি। এ কারণে এবার দশ বছর পর শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছেন মার্টিনেজ-লুকাকুরা। ইন্টারের দুর্দান্ত সাফল্যে মার্টিনেজ ও লুকাকুর জুটি মুখ্য ভূমিকা পালন করেছে। এ দু’জন মিলে এবারের মৌসুমে ৫৪টি গোল করেছেন। আগামী মৌসুমে বার্সিলোনায় যাওয়ার জোর গুঞ্জন আছে মার্টিনেজের। ম্যাচশেষে আর্জেন্টাইন এই ফুটবলার বলেন, এটা সত্যি একটি অসাধারণ রাত ছিল। যে রাতটির স্বপ্ন আমরা সবসময়ই দেখে থাকি। আমরা এটা প্রমণ করেছি যে ইন্টার সবকিছুর জন্য প্রস্তুত আছে। এখন আমরা ফাইনালের জন্য পুরোপুরি প্রস্তুত। জোড়া গোল করা আরেক তারকা লুকাকু বলেন, আমি একজন ফরোয়ার্ড এবং আমি এখানে এসেছি গোল করতে। এই দক্ষতা আমার ভিতর থেকেই এসেছে। এখন আমরা ফাইনাল নিয়ে ভাবছি। খেলোয়াড়দের কাছে জনপ্রিয় একজন কোচ হিসেবে পরিচিত এ্যান্টোনিও কন্টে। লুকাকু মনে করেন করোনাভাইরাসের কারণে তিন মাস বন্ধ থাকার পর ইন্টার যে কঠোর পরিশ্রম করেছে এ জন্যই সফলতা ধরা দিয়েছে। আর এর মূল কারিগর কন্টে। ইতালিয়ান এই কোচ অবশ্য আত্মতুষ্টিতে ভুগছেন না। তিনি ম্যাচ শেষে বলেন, ফলাফল দেখে আত্মতুষ্টিতে ভোগার কিছু নেই। তারা (শাখতার) যেভাবে খেলতে চেয়েছে আমরা তাদের সেভাবে খেলতে দেইনি। একটি ইউরোপিয়ান ম্যাচে যেভাবে খেলা প্রয়োজন আমরা ঠিক সেভাবেই খেলেছি। অন্যদিকে হতাশ শাখতার কোচ ক্যাস্ট্রো বলেন, ইন্টার যখন দ্বিতীয় গোলটি করেছে তখনই আমরা মূলত ম্যাচ থেকে ছিটকে গেছি। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর আমরা অনেকগুলো ভুল করেছি। যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে ইন্টার।
×