ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নটর ডেমে একাদশে ভর্তি পরীক্ষা স্থগিত

প্রকাশিত: ০০:৫৮, ১৮ আগস্ট ২০২০

নটর ডেমে একাদশে ভর্তি পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ আগের ঘোষণা থাকলেও আজ রাজধানীর নটর ডেম কলেজে একাদশ শ্রেণী ভর্তিতে ভার্চুয়ালি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয় পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ পরীক্ষার তারিখ ও সময় শিক্ষার্থীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। সোমবার কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নটর ডেম কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির ভার্চুয়ালি লিখিত পরীক্ষা ১৮ আগস্ট অনুষ্ঠিত হবে না। এ পরীক্ষার তারিখ ও সময় শিক্ষার্থীদের আবেদনপত্রে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে যথাসময়ে জানানো হবে। ভার্চুয়ালি পরীক্ষা পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীদের সংশয় দূর করার জন্য আগামীকাল ১৯ আগস্ট ডেমো টেস্টের ব্যবস্থা করা হয়েছে। ডেমো টেস্টের পর চূড়ান্ত ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও লিঙ্ক শিক্ষার্থীদের আবেদনপত্রে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তাছাড়া শিক্ষার্থীদের কলেজের নিজস্ব ওযয়েবসাইটের পাশাপাশি আবেদনপত্রে প্রদত্ত নিজস্ব মোবাইল নম্বরে এসএমএস লক্ষ্য করার জন্যও বিজ্ঞপ্তিতেও বলা হচ্ছে।
×