ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হলি আর্টিজান হত্যা মামলার পেপারবুক হাইকোর্টে

প্রকাশিত: ০০:৫১, ১৮ আগস্ট ২০২০

হলি আর্টিজান হত্যা মামলার পেপারবুক হাইকোর্টে

জনকণ্ঠ ডেস্ক ॥ রাজধানীর গুলশানে কূটনৈতিক পাড়ার হলি আর্টিজান বেকারিতে দেশের ইতিহাসের ভয়াবহতম জঙ্গী হামলা ও নৃশংস হত্যাযজ্ঞ মামলায় মৃত্যদ-ে দ-িতদের ডেথ রেফারেন্স শুনানির জন্য পেপারবুক হাইকোর্টে। সুপ্রীমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান সোমবার বাসসকে এ কথা জানান। দেশে নজিরবিহীন এ জঙ্গী হামলায় নৃশংস হত্যাযজ্ঞের মামলায় বিচারিক আদালতের রায় হয়েছে গত ২৭ নবেম্বর। রায়ে জেএমবির সাত সদস্যকে মৃত্যুদ- দেয়া হয়। এখন আইনী প্রক্রিয়ার পরবর্তী ধাপ হাইকোর্টে আসামিদের মৃত্যুদ- অনুমোদন (ডেথ রেফারেন্স) শুনানির জন্য পেপারবুক (মামলার বৃত্তান্ত) শেষ হয়েছে। সুপ্রীমকোর্ট মুখপাত্র বলেন, পেপারবুক প্রস্তুত হয়েছে এখন পরবর্তী আইনী পদক্ষেপ শুরু হবে। ২০১৬ সালের ১ জুলাই রাতে ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলা চালায় জঙ্গীরা। তারা অস্ত্রের মুখে দেশী-বিদেশী অতিথিদের জিম্মি করে। ভয়াবহ ওই হামলার ঘটনায় স্তম্ভিত হয়ে পড়ে পুরো দেশ। সেদিন জঙ্গীরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে ২০ দেশী-বিদেশী নাগরিককে। যাদের মধ্যে নয়জন ইতালীয়, সাতজন জাপানী, একজন ভারতীয় ও তিনজন বাংলাদেশী। সেই রাতে অভিযান চালাতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তাও নির্মমভাবে নিহত হন।
×